বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাএবার ঈদে নীলফামারীতে ভিজিএফ চাল পাবেন ৪ লাখের অধিক মানুষ

এবার ঈদে নীলফামারীতে ভিজিএফ চাল পাবেন ৪ লাখের অধিক মানুষ

মহিনুল ইসলাম সুজন: পবিত্র ঈদ উল ফিতরে নীলফামারীর ৪ লাখ ৪ হাজার ৩১৫ জন অতিদরিদ্র মানুষ ভার্নারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় ১৫ কেজি করে চাল পাবেন। ইতোমধ্যে এ সংক্রান্ত উপ-বরাদ্দের পরিপত্র সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বরাবর পাঠানো হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় থেকে। সুবিধাভোগীদের মধ্যে জেলার ৬০টি ইউনিয়নে ৩ লাখ ৯০ হাজার ৪৫২ জন এবং চার পৌরসভায় ১৩ হাজার ৮৬৩ জন রয়েছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ছয় উপজেলার মধ্যে ডিমলায় ৬৭ হাজার ১৮৮ জন, জলঢাকায় ৭৮ হাজার, কিশোরগঞ্জে ৫৬ হাজার ৫৪৭, ডোমারে ৫৩ হাজার ৭০১ জন, নীলফামারীতে ৯০ হাজার ৬৯০ জন এবং সৈয়দপুরে ৪৪ হাজার ৩২৬ জন রয়েছেন। এ ছাড়া চার পৌরসভার মধ্যে নীলফামারীতে ৪ হাজার ৬২১, সৈয়দপুরে ৪ হাজার ৬২১, জলঢাকায় ৩ হাজার ৮১ এবং ডোমারে ১ হাজার ৫৪০ জন রয়েছেন। সূত্র জানায়, সুবিধাভোগীদের মাঝে ৬ হাজার ৬৪ দশমিক ৭২৫ মেট্রিক টন চাল বিতরণ করা হবে এবারের ঈদে। এর মধ্যে ছয় উপজেলায় ৫ হাজার ৮৫৬ দশমিক ৭৮০ মেট্রিক টন এবং চার পৌরসভায় রয়েছে ২০৭.৯৪৫ মেট্রিক টন চাল। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস এ হায়াত জানান, সুবিধাভোগীর প্রত্যেককে ১৫ কেজি হারে চাল বিতরণ করা হবে। আগামী ৩ জুনের আগেই চাল উত্তোলন করে বিতরণ করার নির্দেশনা দেয়া হয়েছে উপজেলাগুলোতে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments