বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাসলঙ্গায় রসালো ফলে ঠাসা হাট বাজার

সলঙ্গায় রসালো ফলে ঠাসা হাট বাজার

সাহেদ আলী: সিরাজগঞ্জের সলঙ্গায় মধু মাসের রসালো ফলে ঠাসা হাট বাজার। জৈষ্ঠ মাসের শুরু থেকে ফলের বাজারে উঠতে শুরু করেছে মধু মাসের রসালো রকমারী ফল। লিচু, আম, বাঙ্গি, তরমুজ, কলা, পেঁপে সহ নানা ফলের দোকান গুলোতে থরে থরে সাজানো। সুস্বাদু ফলের মৌ মৌ গন্ধে সলঙ্গা থানার বিভিন্ন ফলের বাজারে এখন অনেকটাই মাতোয়ারা। কিন্তু এসব ফলের বেশীর ভাগই দাম সাধারন মানুষের ক্রয় সীমার বাইরে। বিশেষ করে দামের কারনে নিম্ন আয়ের,গরীব মানুষের পক্ষে ক্রয়ের সামর্থ নেই। জাতীয় ফল কাঁঠাল অল্প স্বল্পই বাজারে উঠেছে। আমের দেখাও খুব কম। ফলের বাজারে লিচুর ক্রেতাই সবচেয়ে বেশী মনে হচ্ছে প্রতি ১০০ পিছ লিচু বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকায়। সবুজে ঢাঁকা ভেতরে লাল টুকটুকে মিষ্টি তরমুজের বাজারে যেন এবার আগুন। প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা। সলঙ্গা বাজার এলাকার ফল ব্যবসায়ী শাহ আলম জানান, ঋতু ভিত্তিক নানা ফলে এখন বাজার ভরা। এ বিষয়ে কথা হয় হাটিকুমরুল রোড গোলচত্তরে ফলের বাজারে আসা সোমা,মৌ এবং অনিক নামে কয়েকজন ক্রেতার সাথে। তারা বলেন, ছেলে মেয়ের চাহিদার জন্য মধু মাসের রসালো ফল লিচু,আম তরমুজ কেনার জন্য এসেছি। কিন্তু যে পরিমান দাম, তাই অল্প স্বল্প কিছু কিনে বাড়ি ফিরছি। তাদের মতো অনেক ক্রেতাই অভিযোগ করছে, বাবা-মা তাদের ছেলে মেয়েদের জন্য মধু মাসের ফলের স্বাদ দিতে চাইলেও ব্যবসায়ীদের হাঁকানো দামে অনেকেরই চোখ কপালে উঠছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments