শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাসুন্দরগঞ্জে হয়রাণিমূলক মামলাসহ ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

সুন্দরগঞ্জে হয়রাণিমূলক মামলাসহ ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জে হয়রাণিমূলক মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সামাজিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার পশ্চিম ছাপড়হাটীস্থ চৌমোহনী বাজারে শিক্ষক (অবঃ) আলহাজ্ব আনছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় হয়রাণিমূলক মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন- ছাপড়হাটী ইউপি সদস্য জহুরুল হক, দুলা মিয়া, দুদু মিয়া, সাবেক সদস্য আব্দুল মতিন, আবেদ আলী, ইউনিয়ন আ’লীগের আইন বিষয়ক সম্পাদক নিখিল চন্দ্র লিটু, ইঞ্জিঃ আব্দুর রাজ্জাক, শিক্ষক ও সমাজসেবক আলী হায়দার, অধ্যক্ষ আতাউর রহমান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও গাইবান্ধা জেলা পরিষদ সদস্য আলতাব হোসেন, সমাজসেবক মাহাবুবুর রহমানসহ স্থানীয় সুধিজন। এ সময় বক্তারা বলেন, রাত ব্যাপি জুয়া খেলার পর একই গ্রামের রবিউলের মৃত্যুর ঘটনা নিয়ে আলতাফ হোসেনসহ একই পরিবারের ৫ সহদরের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এরপর গত ৪ জুন একই গ্রামের মৃত আলহাজ্ব মনির উদ্দিনের পুত্র আব্দুল গফুর রহস্যজনকভাবে আত্মগোপনে থাকে। এ ঘটনায় আবারো আলতাব হোসেনসহ তাঁর অন্যান্য ভাইদের উপর দোষ চাপিয়ে নানান ভয়ভীতি প্রদর্শন পূর্বক আবারো ষড়যন্ত্রমূলক মামলার তৎপরতা চালায় কতিপয় কুচক্রি ব্যাক্তি। বিষয়টি নিয়ে স্থানীয়দের সহয়তায় আব্দুল গফুর উপজেলার কঞ্চিবাড়ি গ্রামে তার নিকটতম ভায়রার বাড়ি থেকে বের হয়ে সে (আব্দুল গফুর) নিজে পারিবারিক দ্বন্দের কারণে আত্মগোপনের কথা স্বীকার করে। অথচ এ ঘটনায় কুচক্রিরা এ নিয়ে গভীর ষড়যন্ত্র করছিল। এসময় আলতাব হোসেন তার লিখিত বক্তব্যে বরেন, “রবিউলের মৃত্যু হয়েছে সত্য, আমরা তার আত্মার শান্তি কামনা করি। এটা হত্যা না দুর্ঘটনা, না আত্মহত্যা। সে বিষয়ে সঠিক তথ্য উদঘাটন করা দরকার। আমিসহ আমার অন্যান্য ভাই তথা আমার পরিবার-পরিজন কোনভাবেই জড়িত না। আমরা নিজ নিজ চাকরী, জনপ্রতিনিধিত্ব, ব্যবসা-বাণিজ্য চালিয়ে সামাজিকভাবে মর্যাদাপূর্ণ অবস্থানে বসবাস করি। প্রতিহিংসামূলক আমাদেরকে এ মামলায় জড়ানো হয়েছে। তিনি শঙ্কা প্রকাশ করে আরো বলেন, অনুরূপ বলির পাঠার মতো আব্দুল গফুরের রহস্যজনক ভাবে নিখোঁজের ব্যাপারে কুচক্রিদের গভীর ষড়যন্ত্রসহ নানান হুমকি অব্যাহত ছিল”। তিনি এ বিষয়ে আইনগত সহযোগিতা কামনা করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments