মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলাগঙ্গাচড়ায় সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় এসআইসহ ৩ কনস্টেবল ক্লোজড

গঙ্গাচড়ায় সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় এসআইসহ ৩ কনস্টেবল ক্লোজড

পূর্ণ রায় রিপন: রংপুরের গঙ্গাচড়ায় সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় গঙ্গাচড়া মডেল থানার ৪ পুলিশ সদস্যকে রংপুর পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। পুলিশ সদস্যরা হলেন এস.আই আব্দুল করিম, নায়েব শাহজালাল, কনস্টেবল তারেক আজিজ ও আব্দুল হালিম। জানা যায় গতকাল সোমবার দুপুরে গঙ্গাচড়া সরকারি কলেজ মোড়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে কাগজপত্রবিহীন গাড়ীসহ সন্দেহ ভাজন ব্যক্তিদের তল্লাশি করছিল। এ সময় পুলিশি চেকপোস্টের দায়িত্বে থাকা এস.আই আব্দুল করিম জনৈক মোটরসাইকেল আরোহীর নিকট থেকে কাগজপত্র না থাকার অজুহাতে উৎকোচ গ্রহণ করেন। ওই সময় গঙ্গাচড়া বাজার থেকে রংপুর শহরের দিকে যাওয়া ৭১ টিভির রংপুর ব্যুরো রিপোর্টার শাহ বায়োজিদ আহম্মেদ সহ তার ক্যামেরাম্যানরা পুলিশের উৎকোচ নেয়ার বিষয়টি ভিডিও ধারন করেন। এতে ক্ষিপ্ত হয়ে এস.আই আব্দুল করিম সহ তার সাথে থাকা পুলিশ সদস্যরা সাংবাদিক বায়োজিদসহ তার ক্যামেরা ম্যানদের শারিরীক লাঞ্চিত করে তার ক্যামেরা কেরে নেয়ার চেষ্টা করেন। বিষয়টি তাৎক্ষনিকভাবে সাংবাদিক বায়োজিদ আহম্মেদ রংপুর পুলিশ সুপার, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করলে তারা ঘটনার সাথে জড়িত পুলিশ সদস্যদের তাৎক্ষনিকভাবে পুলিশলাইনে ক্লোজড করেন। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন ঘটনাটি খুবই দুঃখজনক। আমি শোনার পর পরই পুলিশ সুপার স্যারের সাথে কথা বলে ঘটনার সাথে জড়িতদের প্রাথমিকভাবে পুলিশ লাইনে

ক্লোজড করি, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments