শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস পালিত

রংপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস পালিত

জয়নাল আবেদীন:“ সুস্বাস্থ্যেই সুবিচার মাদক মুক্তির অঙ্গিকার ” এই শ্লোগানে নানা আয়োজনে বুধবার পালিত হয়েছে বিভাগীয় নগরি রংপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস । সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয় । র‌্যালিটি নগরির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর টাউন হলে আলোচনাসভা এবং পুরস্কার বিতরণ অনুষ্টানের আয়োজন করা হয় । জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে আলোচনা অনুষ্টানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আসিব আহসান । অনুষ্টানে বক্তারা বলেছেন একটি সুন্দর পরিবারকে ধ্বংস করে দিতে পারে মাদকাসক্ত একটি সন্তান । যদি পরিবারের কর্তা সন্তানদের প্রতি খেয়াল রাখেন কার কার সঙ্গে সন্তান মেশে কোন পরিবেশে ওঠাবসা করছে সন্তানের আচরণ স্বাভাবিক কিনা তাহলে বুঝতে হবে সন্তানের মাদকাসক্ত বিষটি । বক্তারা বলেন নিজেকে মাদকমুক্ত রেখে আজকের শিশু এবং যুবকরাই ২০৪১সালে বাংলাদেশের হাল ধরবে । তাই সবাইকে মাদকমুক্ত থাকতে হবে ।বক্তব্য প্রদান করেন বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম ডিআইজি দেবদাস ভট্রাচার্য মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা- আব্দুল আলীম মাহমুদ ভারপ্রাপ্ত পুলিশ সুপার মারুফ হোসেন,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি জেলা পরিষদ চেয়ারম্যান শাফিয়া খানম ।অনুষ্টানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয় ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments