শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাগঙ্গাচড়ায় তিস্তা প্রতিরক্ষা বাঁধ ঘেঁষে বালু উত্তোলন, বন্যায় বাঁধ ভাঙ্গন আশঙ্কায় বাসিন্দারা

গঙ্গাচড়ায় তিস্তা প্রতিরক্ষা বাঁধ ঘেঁষে বালু উত্তোলন, বন্যায় বাঁধ ভাঙ্গন আশঙ্কায় বাসিন্দারা

পূর্ণ রায় রিপন: রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা প্রতিরক্ষা বাঁধ ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। এতে সদ্য সংস্কারকৃত তিস্তা প্রতিরক্ষা বাঁধ ভাঙ্গন হুমকির মধ্যে রয়েছে। এলাকাবাসী দ্রুত বালু উত্তোলন বন্ধে গঙ্গাচড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায় উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিন কোলকোন্দ শিংগীমারী এলাকায় গত ৪-৫ দিন থেকে তিস্তা প্রতিরক্ষা বাঁধ ঘেঁষে ফসলী জমি থেকে বালু উত্তোলন করছে ওই গ্রামের প্রভাবশালীরা। এতে সদ্য সংস্কারকৃত তিস্তা প্রতিরক্ষা বাঁধের পাশে গভীর গর্তের সৃষ্টি হচ্ছে। ফলে আসন্ন বন্যায় বাঁধটি ভেঙ্গে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও বালু উত্তোলন স্থানের আশপাশের ফসলী জমিগুলো ভেঙ্গে পড়েছে ওই গভীর গর্তে। এতে ওই এলাকার নিরীহ জমি মালিক কৃষকরা হচ্ছে ক্ষতিগ্রস্থ। কৃষক ফুল কুমার, পলাশ, কৃষ্ণ, প্রকাশ, দিপক, সুরেশ, উপিন, ক্ষেতুরামসহ আরো অনেকে লিখিত অভিযোগে জানান অবৈধ বালু উত্তোলনে নিষেধ করলে ওই প্রভাবশালীরা তাদেরকে নানা রকম হুমকি ধামকি প্রদান করেন। তারা আরো বলেন ইতি মধ্যেই ফুল কুমারের ফসলী জমি বালু উত্তোলন স্থানের গভীর গর্তে ভেঙ্গে পড়েছে। দ্রুত বালু উত্তোলন বন্ধ না করা হলে তাদের সকলেরই ফসলী জমি ওই গভীর গর্তে ভেঙ্গে পরবে। এছাড়াও বাঁধ ঘেঁষে বালু উত্তোলন করায় তিস্তার আসন্ন বন্যায় সদ্য সংস্কারকৃত তিস্তা প্রতিরক্ষা বাঁধটি ভেঙ্গে যাওয়ার আশঙ্কা রয়েছে জানিয়ে তারা অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে দ্রুত প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে অবৈধ বালু উত্তোলনকৃত মেশিন মালিক ডাক নাম মিসকল বলেন আমি স্থানীয় একজন জনপ্রতিনিধির অনুমতি নিয়ে বালু উত্তোলন করছি। অভিযোগের সত্যতা স্বীকার গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments