শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় পল্লী বিদ্যুৎতের লাইন টানার নামে টাকা আদায়

কলাপাড়ায় পল্লী বিদ্যুৎতের লাইন টানার নামে টাকা আদায়

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে পল্লী বিদ্যুতের নতুন লাইন টানার নামে টাকা তোলার অভিযোগ পাওয়া গেছে। নতুন সংযোগ পাওয়ার জন্য প্রতিজনের কাছ থেকে সর্বনি¤œ পাঁচ শ’ থেকে দেড় হাজার টাকা হাতিয়ে নেয়া হচ্ছে বলে অভিযোগে যানাযায়। ওই এলাকার ইউপি মেম্বার মাসুদ হাওলাদারের নির্দেশে একই গ্রামের রুহুল আমিন প্যাদা টাকা আদায় করছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। গ্রামের নিতান্ত সহজ-সরল মানুষকে বোকা বানিয়ে টাকা তোলা হয়েছে। হত-দরিদ্র মানুষরা পর্যন্ত রেহাই পায়নি। নতুন বিদ্যুৎতের লাইন টানার কথা বলে টাকা তোলা হচ্ছে। অপরদিকে সরকারের ভাবমুর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। চান্দুপাড়া গ্রামের বেল্লাল শরীফ জানান, তাদেরকে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়ার কথা বলে পাঁচ শ’ টাকা নেয়া হয়েছে। একই অভিযোগ স্বপন হাওলাদার, জাকির পল্লান, হিমু বিশ^াস, লাবনী বিশ^াস, সোহরাব আকন, প্রতিবন্ধী ফারুক, বশির হাওলাদার, সুমন, আমির হোসেন একই অভিযোগ করলেন। বর্তমানে বিষয়টি ওপেন-সিক্রেট হয়ে গেছে। অভিযুক্ত রুহুল আমিন প্যাদা বলেন, ‘অফিসারে কইছে মেম্বারের কাছে। আমি গত দুই দিনে (শনি ও রোববার) ৮ হাজার টাহা উডাইছি। রোববার সন্ধ্যায় মেম্বারের কাছে দিয়া দিছি। হেরা কইলে আইজ ফেরত দিয়া দিমু।’ তিনি অফিসারের কোন নাম জানাতে পারেননি। ইউপি মেম্বার মাসুদ হাওলাদার জানান, আমাদের এলাকায় বিদ্যুত লাইন টানার চেষ্টা করছি। টাকা তোলার বিষয় পাল্টা প্রশ্ন, কেডা কইছে? আমি কোন টাকা উঠাই নাই। পল্লী বিদ্যুত সমিতির পরিচালক প্রভাষক ইউসুফ আলী জানান, কেউ নতুন সংযোগ দেয়ার নামে চাঁদাবাজি করলে তার দায়-দায়িত্ব তার। প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পল্লী বিদ্যুত সমিতির কলাপাড়ার ডিজিএম প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম জানান, খোঁজ নিয়ে দেখছেন। তিনি পরামর্শ দিলেন যদি কেউ টাকা তোলেন, তাকে গাছের সঙ্গে বেধে মাইর দেয়া প্রয়োজন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments