শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরে পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারে আঁকা হচ্ছে থ্রিডি বা ত্রিমাত্রিক জ্রেবা ক্রসিং

রংপুরে পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারে আঁকা হচ্ছে থ্রিডি বা ত্রিমাত্রিক জ্রেবা ক্রসিং

জয়নাল আবেদীন: রংপুর নগরীতে শিক্ষার্থীসহ পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারে আঁকা হচ্ছে থ্রিডি বা ত্রিমাত্রিক জ্রেবা ক্রসিং। রংপুর সিটি করপোরেশনের অর্থায়নে পরীক্ষামূলক নগরীর ব্যাস্ততম ও গুরুত্বপূর্ণ দুটি মোড়ে এই থ্রিডি জেব্রা ক্রসিং আঁকা হচ্ছে। এর মধ্য দিয়ে দেশের দ্বিতীয় কোনো নগরী হিসেবে থ্রিডি জেব্রা ক্রসিং পদ্ধতির ব্যবহারে নাম লেখাল রংপুর সিটি করপোরেশন। এর আগে বরিশাল সিটি করপোরেশন এলাকায় থ্রিডি জ্রেবা ক্রসিং আঁকা হয়। শুক্রবার রাতে রংপুর মহানগরীর জিলা স্কুল মোড় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে পিচ ঢালা রাস্তার বুকে রঙ তুলির ছোয়ায় থ্রিডি জ্রেবা ক্রসিং আঁকতে দেখা যায়। কাশফিয়া কন্সট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান থ্রিডি জ্রেবা ক্রসিং অঙ্কনের কাজটি করছে। গত ১ জুলাই হতে শিল্পী কামরুল হাসানের সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে ছয়জন এই কাজে যুক্ত রয়েছেন। এ ব্যাপারে শিল্পী কামরুল হাসান বলেন, ‘গত চার দিন ধরে রাতে করে এই কাজ করা হচ্ছে। ইতোমধ্যে দুটি স্কুলের মোড়ে থ্রিডি জ্রেবা ক্রসিংয়ের আশি ভাগ কাজ শেষ হয়েছে। শুক্রবার মধ্যরাতে বাকি কাজ সম্পন্ন হবে। এই কাজে প্রায় ৬০ হাজার টাকা ব্যয় হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments