বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারংপুরে চোলাই মদ পান করে ৭২ঘন্টায় ৫ জনের মৃত্যু

রংপুরে চোলাই মদ পান করে ৭২ঘন্টায় ৫ জনের মৃত্যু

জয়নাল আবেদীন: রংপুরের হারাগাছ পৌর এলাকার ধুমগাড়া গ্রামে দেশীও চোলাই মদ পান করে ৭২ঘন্টায় ৫ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া দুইজন অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন রয়েছে। এ দিকে মামলা ও সামাজিক মর্যাদা হানির ভয়ে নিহতদের পরিবারের লোকজনেরা চোলাই মদ পানে মৃত্যুর ঘটনা গোপন রাখে। তবে দেশীও চোলাই মদ পানে একে একে মৃত্যুর মিছিলে পাঁচ জন যোগ হলে ঘটনটি চাঞ্চল্যের সৃস্টি হয়।এলাকাবাসী সুত্রে জানা গেছে, সোমবার সন্ধায় হারাগাছ ধুমগড়া গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে আমরুল ইসলাম (৪০), ক্যালেনটারী গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে আনারুল ওরফে মেডিকেল (৪৪) একই গ্রামের চাঁন মিয়া (৩৬), মিলনবাজার গ্রামের মৃত আবদার আলীর পুত্র এজারুল ইসলাম (৩৮), সারাই কাসাইটারী গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে ফুলবাবু (৫২) একই গ্রামের ওবায়দুল (৪৭), পশ্চিম পোদ্দারপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে নুর আমিন ড্রাইভার (৪৩), হারাগাছ থানার চরচতুরা গাছবাড়ী এলাকায় স্থানীয় জনৈক ব্যক্তির বাড়ীতে দেশীও চোলাই মদ পান করে বাড়ী ফিরে যায়।এদিকে অতিরিক্ত চোলাই মদ পানে বিষক্রিয়ায় ব্রেইন স্টক হয়ে সোমবার রাতেই ধুমগড়া গ্রামের আমরুল ইসলাম নিজবাড়ীতে মারা যায়। মঙ্গলবার দুপুরে ক্যালেনটারী গ্রামের আনারুল ওরফে মেডিকেল নিজ বাড়ীতে ও মিলনবাজার গ্রামের এজারুল ইসলাম রংপুর হাসপাতালে মারা যায়। বুধবার সন্ধায় নিজ বাড়ীতে পশ্চিম পোদ্দারপাড়া গ্রামের নুর আমিন ড্রাইভার ও কাসাইটারী গ্রামের ফুলবাবু হাসপাতালে মারা যায়। এছাড়া কাসাইটারী গ্রামের ওবায়দুল নিজ বাড়ীতে ও ক্যালেনটারী গ্রামের চান মিয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তবে নিহতের পরিবারের সদস্যরা জানায়, নিহতরা আগে মাদক সেবন করলেও বেশ কিছুদিন ধরে তাঁরা নেশা করে না।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অতিরিক্ত মদ পানে পাঁচজনের মৃত্যুর বিষয়ািট নিশ্চিত করলেও নিহতের পরিবারের সদস্যরা মামলা আতঙ্কে মদ পানে মুত্যর ঘটনাটি গোপন করে রাখে। নিহতের পরিবারের লোকজনেরা জানায়, মদ পানে নয়, ব্রেইন স্টক হয়ে তাদের মৃত্যু হয়েছে। আর তাদের এ বক্তব্যে ৫জনের মৃত্যু নিয়ে এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি করেছেন সঠিকভাবে তদন্ত হলে মৃত্যুর প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। হারাগাছ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মামুদার বলেন, স্প্রিট মিশ্রিত দেশীয় চোরাই মদ পানে পাঁচজন মারা যাওয়া বিষয়টি গ্রামের লোকজনের মাধ্যমে জানতে পেরেছেন।এলাকাবাসী জানায়, হারাগাছ থানা হওয়ার পর এলাকায় মাদক সেবন ও বিক্রি বন্ধ ছিল। কিন্তু হঠাৎ করে আবারও গোপানে বিভিন্ন এলাকায় মাদক সেবন ও বিক্রি হচ্ছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি (অপারেশন) মো: রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের কেউ অভিযোগ করেননি। তবে ঘটনাটি স্থানীয়ভাবে জানার পর চরচতুরা গাছবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। ঘটনার পরেই চরচতুরা গ্রামের চোলাই মদ বিক্রিতা নাজমুল গা ঢাকা দিয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments