মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলাপ্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকণে লক্ষ্মীপুরে এনআরডিএস এর প্রকল্প পরিচিতি সভা

প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকণে লক্ষ্মীপুরে এনআরডিএস এর প্রকল্প পরিচিতি সভা

মো: রবিউল ইসলাম: লক্ষ্মীপুরে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণে জনসেবা প্রতিষ্ঠান শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই (শনিবার) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এনআরডিএস এ আয়োজন এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা এস আর আরমান শাকিল। এনআরডিএস এর এরিয়া ম্যানেজার ফিরোজ আলম অপুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড: রহমত উল্যা বিপ্লব, প্রজেক্ট ম্যানেজার বিপ্লব ভৌমিক, প্রজেক্ট অফিসার মো: শাহাজাহান, প্রজেক্ট ফ্যাসিলিটর এবি এম মনিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনিছুজ্জামান, প্রাণী সম্পাদক কর্মকর্তা জুবায়ের হোসেন, প্রমুখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা,উন্নয়নকর্মী, এনজিও, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিবৃন্দ। বক্তারা বলেন, সমাজের প্রান্তিক ও অসুবিধাগ্রস্থ মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকারি জনসেবা প্রতিষ্ঠান সমূহের সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে এনআরডিএস। ইউকেএইডের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এনআরডিএস সদর উপজেলায় চর রুহিতা, শাকচর, লাহারকান্দি, টুমচর ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নে জনসেবা বাস্তবায়ন করবে। মানসম্মত সেবা নিশ্চিত করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments