বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাতাবারক খেয়ে স্কুলছাত্রীর মৃত্যু ও ১৫৮ জন অসুস্থতার ঘটনা তদন্তে আইইডিসিআর’র টিম...

তাবারক খেয়ে স্কুলছাত্রীর মৃত্যু ও ১৫৮ জন অসুস্থতার ঘটনা তদন্তে আইইডিসিআর’র টিম পাবনায়

কামাল সিদ্দিকী: পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বলরামপুরে মৃত্যু বার্ষিকীর দোয়া মাহফিলের তবারক খেয়ে অসুস্থ্য‘র সংখ্যা বেড়ে ১৫৮ জনে দাঁড়িয়েছে। ইতোমধ্যে এক স্কুল ছাত্রী মারা গেছে এবং অপর একজনের অবস্থা খুবই সংকটাপন্ন। তাবারক খেয়ে স্কুল ছাত্রীর মৃত্যু ও শতাধিক অসুস্থ হওয়ার ঘটনায় জাতীয় রোগ তত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষনা ইনষ্টিটিউট’র ৫ সদস্যের বিশেষজ্ঞ টিম ঢাকা থেকে পাবনায় এসেছেন। তবারক খাওয়ার ৭২ ঘন্টায় সপ্তম শ্রেণির স্কুল ছাত্রী সুখী খাতুন (১৪) এর মৃত্যু হওয়ায় এবং সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় শিশুসহ ১৫৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তন্মধ্যে ৫৩ জন নারীসহ পুরুষ ও শিশুরা রয়েছে। অসুস্থরা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার সকালে বিথী নামের এক রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, তবারক খাওয়ার ঘটনায় ১০৫ জন অসুস্থ নারী পুরুষকে পাবনা সদর থানার বলরামপুর গ্রামের অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প বসিয়েও চিকিৎসা দেওয়া হয়েছে। জাতীয় রোগ তত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষনা ইনষ্টিটিটিউটের ৫ সদস্যর একটি বিশেষজ্ঞ টিম সোমবার সকাল থেকে অসুস্থ রোগীদের দেখতে ও খোঁজ খবর নিতে পাবনা জেনারেল হাসপাতালে যান। পরে তারা ওই টিম ঘটনাস্থল বলরামপুর গ্রামে এই মহামারি আকার ধারণা করা ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছেন। সকাল থেকেই তারা ওই গ্রামের রহস্য উদঘাটনে কাজ করছেন। পাবনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের মেডিকেল অফিসার ডাঃ এসএম মোস্তাফিজুর রহমান জানান, সদরের বলরামপুর গ্রামের ইমান আলীর বাড়িতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিতরণ করা তবারক খেয়ে অসুস্থ এ পর্যন্ত ১৫৮ জন রোগীকে আমরা চিকিৎসা সেবা দিয়েছি। তার মাধ্যে ৫৩ জনকে হাসপাতালে ভর্তি করাও হয়েছে। ভর্তিকৃত রোগীর মধ্যে বিথী নামের রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা থেকে আসা জাতীয় রোগ তত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষনা ইনষ্টিটিটিউটের বিশেষজ্ঞ টিমের টিম লিডার ডাঃ ফেরদৌস জানান, খবর পেয়েই আমরা ঢাকা থেকে রওনা হয়ে রাতেই পাবনাতে এসে পৌঁছেছি। সকালে পাবনা জেনারেল হাসপাতালে রোগিদের দেখেছি এবং তাদের সাথে কথা বলেছি। আমরা আসলে ঘটনার উৎস বা রহস্য কি সে বিষয়টি উদঘাটনে কাজ করছি। আমাদের কাজ চলমান রয়েছে। খুব শীঘ্রই এই ঘটনার সঠিক কারণ জানা সম্ভব হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments