শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় ঘর মেরামত সহায়তা প্রদান পরবর্তী শিখন কর্মশালা

কলাপাড়ায় ঘর মেরামত সহায়তা প্রদান পরবর্তী শিখন কর্মশালা

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ঘুর্ণিঝড় ফণীর প্রভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষকে ঘর মেরামত সহায়তা প্রদান পরবর্তী শিখন কর্মশালা সোমবার দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস আয়োজিত দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন, ক্রিশ্চিয়ান এইড এর ইপিও প্রেট্রিক পালমা, রেডক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার ও কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবা উদ্দিন মান্নু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। উপকারভোগী পাথরঘাটার দক্ষিণ চরদুয়ানি গ্রামের নুরজাহান জানান, সিডরে তার দুই ছেলে মারা গেছে। এখন চারজনের সংসার নিয়ে চরম অভাবের মধ্যে রয়েছেন। ফণীতে ঘরের টিন উড়িয়ে নেয়। আভাস থেকে ১৪ হাজার চারশ ’ টাকা পেয়ে ঘরটি মেরামত করতে পেরেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments