শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরের হারাগাছে মাথা গোজার জায়গা হারিয়ে ৭০ পরিবার এখন দিশেহারা

রংপুরের হারাগাছে মাথা গোজার জায়গা হারিয়ে ৭০ পরিবার এখন দিশেহারা

জয়নাল আবেদীন: মঞ্জুআরা বেগম। বয়স ষাটের কাছাকাছি। অকালে হারিয়েছেন স্বামীকে। তিন মেয়ে আর এক ছেলেকে নিয়ে বাপ-দাদার ভিটে মাটিতে দীর্ঘ দিন ধরে বসবাস করছিল। সরকারি জমি হওয়ার হঠাৎ তাদের উচ্ছেদ করেছে প্রশাসন। দীর্ঘদিন ধরে থাকা মাথা গোজাবার জায়গা হারিয়ে এখন দিশেহারা এই বৃদ্ধা। সোমবার দুপুরে বৃষ্টিতে ভিজে রংপুর প্রেসক্লাব চত্বরে জমি ফিরে পেতে ভেঙে পড়েন সে। এতে সেখানে তৈরি হয় হৃদয় বিদারক এক দৃশ্যের। দীর্ঘ দেড় ঘন্টার মানববন্ধনে তাদের প্রতিবাদের ভাষাই ছিলো শুধুই কান্না। ওদের কান্না যেন থামছিলো না। এমন আর্তনাদে নিজ ভিটে মাটি ফিরে পাবার ছিলো সবার চোখে মুখে। দুপুর সাড়ে বারোটায় প্রেসক্লাবের সামনে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছের সারাই আমবাগান এলাকা থেকে ৭০টি পরিবারকে অবৈধ্যভাবে উচ্ছেদ করা হয় বলে অভিযোগ করা হয় মানবন্ধনে আসা পরিবারগুলো। পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদের প্রতিবাদ ও নিজ ভিটে মাটি ফিরে পেতে মাননবন্ধন সমাবেশ করে ভুক্তভোগী অসহায় পরিবারগুলো। মানববন্ধনে অংশ নেয়া সাদিকুল ইসলাম, বাবুল মিয়া, শরিফুল, নুর ইসলাম, আব্দুর রহমান, আমেনা খাতুন, সালমা বেগম, নুরবানু বলেন, হারাগাছের সারাই আমবাগান মৌজায় এক একর একান্ন শতক পৈত্রিক সম্পত্তি থেকে ৭০টি পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ কওে কাউনিয়া উপজেলা প্রশাসন। অথচ ওই জমি নিয়ে উচ্চ আদালতে মামলা বিচারাধীন রয়েছে। তারপরও আমাদেরকে অবৈধ্যভাবে উচ্ছেদ করে ভূমিহীন করা হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর মাধ্যমে জেলা প্রশাসনের কাছ থেকে আমাদের সম্পত্তি ফিরে চাই। মানববন্ধনে ভুক্তভোগী ৭০টি পরিবারের প্রায় দুই‘শ সদস্য অংশ নেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments