বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাপীরগঞ্জে ৩০ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

পীরগঞ্জে ৩০ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

জয়নাল আবেদীন: রংপুরের পীরগঞ্জ উপজেলার সাথে দিনাজপুর জেলার নবাবগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর উপজেলার সড়ক যোগাযোগ স্থাপনের জন্য পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গোপিনাথপুর সড়কের জয়ন্তিপুর ঘাটে করতোয়া নদীর উপর সেতু নির্মাণের কাজ এগিয়ে চলেছে। ৩০ কোটি.৩১ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর । পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মজিবর রহমান জানান, জয়ন্তিপুর ঘাট-গোপিনাথপুর সড়কে জয়ন্তিপুর ঘাটে করতোয়া নদীর উপরে ২ শত ৯৪ মিটার দৈর্ঘ্য এবং ৯ দশমিক ৮ মিটার প্রস্থ এই সেতুর নিমার্ণ কাজ চলছে। এই সেতুটি রংপুরের পীরগঞ্জ উপজেলার সাথে সীমান্তবর্তী দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা সীমানায় ৪ শত ৫০ মিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে। টুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তরফমৌজা উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় জয়ন্তিপুর ঘাটে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কর্তমানে তা বাস্তবায়ন হচ্ছে। সেতুটির নির্মাণ কাজ শেষ হলে দিনাজপুর জেলার নবাবগঞ্জ, বিরাহিমপুর ও রংপুরের পীরগঞ্জ উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবী পুরণ হবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় ব্যবসা বাণিজ্যের উন্নতি ও কৃষিজাতপণ্যের পরিবহণ সহজ হবে। স্থানীয় বাসিন্দারা জানান, এই সেতু পীরগঞ্জ-নবাবগঞ্জ-বিরাহিমপুরের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি কমাবে। এতে রংপুর-দিনাজপুর অঞ্চলের ৪ লক্ষাধিক মানুষ উপকৃত হবে। প্রকল্পের পরিচালক হেমায়েত হোসেন ও এলজিইডি রংপুরের নির্বাহী প্রকৌশলী রেজাউল হক জানান, গত বছরের ৪ জুন থেকে ২০২০ সালের ৬ ডিসেম্বরের মধ্যে এই সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে। তিনি জানান যে ভাবে দ্রুত গতিতে কাজ চলছে আশা করছি মেয়াদ শেষের অনেক আগেই এ সেতুর নির্মাণ কাজ শেষ হবে এরপর জনসাধারণের চলাচলে জন্য সেতুটি উম্মুক্ত করে দেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments