অতুল পাল: বাউফলে ১০৩ টাকায় ২৩ জন চাকুরীপ্রাপ্তদের ফুলেল অভিনন্দন সহ শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছেন বাউফল থানা পুলিশ। আজ শনিবার বেলা ১১ টায় বাউফল থানা অডিটরিয়ামে ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দোকার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এই ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে চাকরীপ্রাপ্ত ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। চাকুরীপ্রাপ্তদের ফুল দিয়ে বরণএবং মিষ্টিমূখ করানো হয়। অনুষ্ঠানে চাকুরীপ্রাপ্তরা কোন প্রকার তদবির ও টাকা ছাড়া চাকুরী পাওয়ায় পুলিশের সংশ্লিষ্ট উর্ধতন কর্র্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাকসুদ মুরাদ, প্রথম আলোর সাংবাদিক এবিএম মিজানুর রহমান, আজকের কাগজের বাউফল প্রতিনিধি অতুল চন্দ্র পাল এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দোকার মোস্তাফিজুর রহমান।