শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে ভূয়া চিকিৎসকের ১ মাসের কারাদন্ড

লক্ষ্মীপুরে ভূয়া চিকিৎসকের ১ মাসের কারাদন্ড

মো: রবিউল ইসলাম: ডাক্তার না হয়েও দীর্ঘদিন ধরে রোগীদের সাথে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে লক্ষ্মীপুরে এম. এ. নাঈম নামে এক ভূয়া চিকিৎসককে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদ- দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো: খবিরুল আহসান। পরে তাকে সোমবার সকালে কারাগারে প্রেরণ করে পুলিশ। এর আগে সদর উপজেলার জকসিন বাজার এলাকায় মেসার্স কাজী ফার্মা’ নামে নিজ নামীয় চেম্বারে রোগী দেখার সময় এম এ নাঈমকে হাতে নাতে আটক করে র‌্যাব-১১। র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে এম এ নাঈম ডাক্তারি সনদ ছাড়া রোগিদের বোকা বানিয়ে জকসিন এলাকায় চিকিৎসার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে। এতে প্রতারিত হচ্ছে সাধারন মানুষ। এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব-১১। এক পর্যায়ে নিজ চেম্বারের রোগীদের চিকিৎসা দেওয়া অবস্থায় তাকে হাতে নাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে অসংখ্য সিল ও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারি ব্যবস্থাপত্র উদ্ধার করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট ও জেলা প্রশাসক কার্যালয়ের (এনডিসি) মো: খবিরুল আহসান বলেন, আটকের পর এম. এ. নাঈম এর বিরুদ্ধে ভূয়া রেজিষ্ট্রেশন নাম্বার ব্যবহার ও সনদ ছাড়া বিভিন্ন রোগের চিকিৎসা প্রদানের অভিযোগের সত্যতা পাওয় যায়। তাই ভ্রাম্যমান আদালতে তাকে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। প্রতারকদের ধরতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। উল্লেখ্য: ২০১৭ সালে একই অভিযোগে এম এ নাঈম নামে এ ভূয়া চিকিৎসকের ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এর পরও নিজ নামীয় ফার্মেসীতে চিকিৎসা দিচ্ছেন তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments