মো. ওসমান গনি: সড়ক সম্প্রসারণ করায় কুমিল্লার চান্দিনায় উপজেলা সড়কের উপর ঝুঁকি নিয়ে ট্রান্সফরমার সহ এক বছর ধরে দাঁড়িয়ে আছে একটি বৈদ্যুতিক খুঁটি।
ভারী হাল্কা সব ধরণের যানবাহন সহ এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী এবং বিভিন্ন পথচারী চলাচল করছে।
সড়কের মাঝে ঠায় দাঁড়িয়ে থাকা ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক খঁটিটি দ্রুতগামী যানবাহনের ধাক্কায় যে কোন সময় ঘটে যেতে পারে মর্মান্তিক দুর্ঘটনা। এতো
কিছুর পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ধরণের ব্যবস্থা নিচ্ছেন না।
ঝুঁকিপূর্ণ খুঁটিটি কেন অপসারণ করা হচ্ছে না এ ব্যাপারে জানতে চাইলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান জানান, যারা রোড করছে তাদের এটা সরানোর দায়িত্ব। তিনি আরো জানান, পৌরসভা
থেকে খুঁটি সরানোর আবেদন করছে ,আমরা খরচের ইষ্টিমেট দিয়েছি , ঠিকাদারী কোম্পানীর টাকা জমা দিলে করিয়ে দেব।
এদিকে সড়কে কাজ করা বিথী এন্টার প্রাইজের স্বত্বাধিকারী বাদল সরকারের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, এটা বিদ্যুৎ অফিসের কাজ , এটা বিদ্যুৎ অফিস জানে।