শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলা“গুজবে কান দিবেন না” এ শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে মানববন্ধন ও সচেতনমূলক...

“গুজবে কান দিবেন না” এ শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে মানববন্ধন ও সচেতনমূলক সভা

তাবারক হোসেন আজাদ: “গুজবে কান দিবেন না” এ শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশ প্রশাসনের উদ্যোগে মানববন্ধন ও ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনমূলক সভা করা হয়েছে। বুধবার দুপুর ২টায় রায়পুর-লক্ষ্মীপুর সড়কে থানার সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন ও শহরের এল.এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মার্চেন্টস্ধসঢ়; একাডেমী, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও আলীয়া কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনমূলক সভা করা হয়েছে। এতে পুলিশ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার লোকজন মানববন্ধনে অংশ গ্রহণ করেন। হত্যার বিচার ও গুজব সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে বৃহস্পতিবারে সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সহ সকল উপজেলা কার্যালয়ের সামনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন হওয়ার কথা রয়েছে। মানববন্ধন ও সচেতনমূলক সভায় বক্তব্য রাখেন, রায়পুর থানার ওসি মোহাম্মদ তোতা মিয়া, ওসি (তদন্ত) সিপন বড়–য়া, প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, জিল্লুর রহমান, সাংবাদিক তাবারক হোসেন আজাদ, কামাল হোসেন, ফারুক হোসেন, কবির হোসেন, ওয়াহিদুর রহমান মুরাদ, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক তানবীর হায়দার চৌধুরী রিংকু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি প্রমুখ। রায়পুর থানার ওসি মোহাম্মদ তোতা মিয়া বলেন, সারা দেশে সুপরিকল্পিত ভাবে গুজব ছড়ানো হচ্ছে। যতগুলো ঘটনা ঘটেছে। সবই গুজব। যারা নিহত হয়েছে, তাদের কেউই ছেলেধরা ছিল না। নিজের হাতে কাউকে আইন তুলে না নেওয়ার আহ্বান জানান। মানববন্ধনের পাশাপাশি শহরের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে সভার মাধ্যমে শিক্ষার্থীদেরকেও জানান দেওয়া হয়েছে। সপ্তাহ ব্যাপি সচেতনতা সপ্তাহ শুরুর অংশ হিসেবে রায়পুরে পুলিশের উদ্যোগে মানববন্ধন করে সবাইকে সতর্ক করে দেয়া হলো। প্রসঙ্গত,শনিবার সকালে ঢাকার উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাসলিমা বেগম রেনুকে (৪০) প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। মেয়েকে ভর্তির জন্য ওই স্কুলে খোঁজ নিতে গিয়ে গুজবের কবলে পড়ে গণপিটুনিতে তার মৃত্যু হয়। পরদিন রোববার রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর সোনাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments