শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাসাপাহার উপজেলাকে মাদক ও বাল্যবিবাহ মুক্ত করতে চাই: ইউএনও কল্যাণ চৌধুরী

সাপাহার উপজেলাকে মাদক ও বাল্যবিবাহ মুক্ত করতে চাই: ইউএনও কল্যাণ চৌধুরী

বাবুল আকতার: সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের পশ্চিম কলমুডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদক ও বাল্যবিবাহ বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল পাতাড়ী ইউনিয়ন পরিষদ ও স্থানীয় একটি বেসরকারী সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ওই সচেতনতামূলক সভায় প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করে। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর মাদক ও বাল্যবিবাহ সম্পর্কিত মুল্যবান বক্তব্য শুণে সভায় উপস্থিত সকল নারী পুরুষ অঙ্গীকার করেন যে তারা তাদের সন্তানদের বাল্যবিবাহ দিবেন না এবং মাদকের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন। এ সময় ছেলে ধরা আতংকে বিভ্রান্ত না হয়ে তাদের সন্তানদের নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানোর জন্য অবিভাবকদের অনুরোধ করা হয়। এছাড়া ছেলে ধরা সংক্রান্ত কোন বিষয় নজরে আসলে আইন নিজের হাতে তুলে না নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তাৎক্ষনিক জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়। ওই সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আব্দুল হাই নিউটন, পাতাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুকুল মিয়া সহ সাংবাদিকগণ,শিক্ষক ,গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments