মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাসাপাহারে আমন চাষাবাদে ধুম পড়েছে

সাপাহারে আমন চাষাবাদে ধুম পড়েছে

বাবুল আকতার:নওগাঁর সাপাহারে রোপা আমন ধান চাষাবাদের ধুম পড়েছে। সাপাহার উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় সকল এলাকায় এক যোগে চলছে আমন চাষাবাদ। বর্ষা মৌসুমের একটি মাস আষাঢ়, আষাঢ় চলে গেলেও সাপাহারে তেমন বৃষ্টিপাত হয়নি। এখানকার কৃষকগন ভেবে ছিল এবার হয়তো বর্ষা হবেনা তাই তারা তাদের অধিকাংশ আমন আবাদি জমিতে আম বাগান তৈরী করেছে। শেষ পর্যন্ত বর্ষা ঋতুর শ্রাবণ আসতেই শুরু হয় তুমুল বৃষ্টি তড়িঘড়ি করে কৃষকগন নেমে পড়ে আমন আবাদে। এখন চলছে বর্ষা মৌসুম কৃষকগন তাদের সর্বশক্তি প্রয়োগ করে কোমর বেঁধে মাঠে নেমেছেন আমন চাষাবাদে। উপজেলার শীতলডাঙ্গা গ্রামের কৃষক আতাউর হোসেন জানান যে, আগের যুগে জৈষ্ঠমাস থেকে বর্ষা শুরু হত আর কৃষকগন প্রায় দু’মাস ধরে তাদের আমন চাষাবাদের জমি প্রস্তুত করতে গরু মহিষের লাঙ্গল দিয়ে। বর্তমানে কলের লাঙ্গল আবিষ্কার হওয়ায় হারিয়ে গেছে সেই গরু মহিষের লাঙ্গল। বর্ষা ঋতু যেমন তার নিয়ম বদলে সময় কমিয়েছে কৃষকগনও কলের লাঙ্গল ব্যবহার করে অতি অল্প সময়ে সকল ধরনের চাষাবাদ করছে মনের আনন্দে। বর্তমানে উপজেলার যে দিকে চোখ যায় শুধু আমন চাষাবাদ আর চাষাবাদ চোখে পড়ে। কোন কোন কৃষক তার বাগানে সাথী ফসল হিসেবে আমন চাষ করছে আবার অনেকেই আমন চাষাবাদি জমিতে চাষাবাদ করছে। উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে এবারে এ উপজেলায় ১৩ হাজার ৫শ’ ৫হেক্টোর জমিতে বিভিন্নজাতের আমন চাষাবাদ করা

হবে। আবহাওয়া অনুকুলে থাকলে আমন চাষাবাদে এবারে বাম্পার ফলনেরও আশা করছে কৃষি দপ্তর।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments