বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে অবৈধ স্থাপণা উচ্ছেদ: দখলকারীর এক বছরের কারাদন্ড

বাউফলে অবৈধ স্থাপণা উচ্ছেদ: দখলকারীর এক বছরের কারাদন্ড

অতুল পাল: বাউফলে ব্যবসা করার উদ্দেশ্যে সরকারি একটি খালের প্রায় ৩ শতাংশ জয়গা অবৈধভাবে দখল করে আধাপাকা একটি ভবন নির্মাণ করায় সেটি উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। একই সাথে দখলদারকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী াফিসারের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বাউফল উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ধুলিয়া ইউনিয়নের সিকদারের বাজার খালের ৩ শতাংশ জমি দখল করে মো. আমিনুল ইসলাম নামের এক ব্যাক্তি ব্যবসা করার উদ্যেশে একটি আধা পাকা ভবন নির্মাণ করেন। এখবর পেয়ে শুক্রবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিজুস চন্দ্র দে, উপজেলা ভূমি অফিসের কানুনগো এবং বাউফল থানা পুলিশের একটি দলসহ সেখানে যান। ঘটনাস্থলে গিয়ে সরকারি খাল দখল করে ভবন নির্মাণ করার সত্যতা পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় নির্মিত ভবনটি ভেঙ্গে দেন এবং সকল ইট-সুরকী জব্দ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দখলদার মো. আমিনুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়ে তাকে আটক করেন। বিকেলে দখলদার মো. আমিনুল ইসলামকে জেল হাজতে পাঠনো হয়েছে। এব্যপারে উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে বলেন, পর্যায়ক্রমে বাউফলের সকল খাল এবং সরকারি জায়গায় নির্মিত স্থাপণা দখলমুক্ত করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments