বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় হাসান হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

চান্দিনায় হাসান হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

মোঃ ওসমান গনি: কুমিল্লার চান্দিনার কৈলাইনে হাসান হত্যা মামলার প্রধান আসামি মোক্তার হোসেন (২৫) কে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। শুক্রবার চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজির হোসেন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়ীয়া জেলার আশুগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (২৯ জুলাই) তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। আসামি মোক্তার হোসেন উপজেলার জোয়াগ ইউনিয়নের কৈলাইন গ্রামের জামাল হোসেন এর ছেলে। গত ১২ এপ্রিল রাতে কৈলাইনে হাসান কে হত্যা করে মোক্তার। এ ঘটনায় মোক্তার কে প্রধান আসামি করে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করে হাসানের পরিবার। ঘটনার পর চারমাস পলাতক থাকলেও গত শুক্রবার রাতে প্রেফতার হয় মোক্তার। চান্দিনা থানা উপ-পরিদর্শক নাজির হোসেন জানান, হত্যা মামলার প্রধান আসামি মোক্তার দীর্ঘদিন পলাতক ছিলেন অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানা অফিসার ইনচার্জ আবুল ফয়সল এর নির্দেশনায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার আশুগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ আবুল ফয়সল জানান, ‘আজ (সোমবার) আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments