বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় ঈদ সামনে রেখে পশু হাটে বাড়ানো হচ্ছে অস্থায়ী আয়তন

উল্লাপাড়ায় ঈদ সামনে রেখে পশু হাটে বাড়ানো হচ্ছে অস্থায়ী আয়তন

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বড় দু’টি পশু হাটে কোরবানি ঈদ সামনে পশু কেনাবেচায় ক্রেতা-বিক্রেতাদের সুবিধায় বাড়তি নানা কিছু করা হচ্ছে। অস্থায়ীভাবে হাট এলাকার আয়তন বাড়ানো, নতুন ডোগা পোতা হচ্ছে। উল্লাপাড়ার বোয়ালিয়া ও গ্যাস লাইন পশু হাট দু’টিতে আর মাত্র দুটি (২দিন) করে হাটবার রয়েছে। সিরাজগঞ্জ জেলার পার্শবর্তি বেশ ক’টি জেলার মধ্যে এ দুটি হলো সব বড় পশু হাট। ঢাকা, চট্রগামসহ দেশের বিভিন্ন এলাকার পশু ব্যবসায়ীরা এ হাট দুটিতে আসেন। কোরবানি ঈদ সামনে ব্যবসায়ীদের সংখ্যা অনেক বেশি হয়। উল্লাপাড়া পৌরসভাধীন গ্যাস লাইন পশু হাট সপ্তাহের একদিন শুক্রবারে বসে। এবারে হাটটির সরকারী ইজারা মুল্য হয়েছে প্রায় দু’কোটি আঠারো লাখ টাকা। আজ মঙ্গলবার দুপুরে সরেজমিনে গ্যাস লাইন পশু হাটে গিয়ে দেখা গেছে, সেখানে যাতায়াতে সুবিধায় রাস্তা সংস্কার করা হচ্ছে। এমনিতেই পুরো হাট এলাকা জুড়ে বাশের ডোগা রয়েছে। এর উপর নতুন করে ডোগা পোতা হচ্ছে। এ হাটটি ইজারা নেওয়া মালিক পক্ষের একজন মোঃ জাহাঙ্গীর আলম জানান, আর মাত্র দুটি হাটবার রয়েছে। এবারেও বিপুল সংখ্যক গরু কেনা বেচায় উঠবে বলে তিনি আশা করছেন। এর জন্য হাট এলাকার আশেপাশের প্রায় ২০ বিঘা জমি অস্থায়ীভাবে লিজ নিয়ে আয়তন বাড়ানো এবং সে সব জায়গা ঠিকঠাক করা হচ্ছে। যেখানে দরকার সেখানেই সংস্কার করা হচ্ছে। তিনি আরো জানান, সামনের হাটবার দুটিতে শৃংখলা রাখতে দেড় থেকে ২শ জন নিজস্ব কর্মী থাকবে। উল্লাপাড়া পৌরসভা মেয়র এস এম নজরুল ইসলাম জানান, এরই মধ্যে গ্যাস লাইন পশু হাটটিতে নতুন সড়ক নির্মাণ করা হয়েছে। এ ছাড়া সড়কের সংস্কার কাজ করে দেওয়া হচ্ছে। হাট এলাকায় যানজট যেন না হয় এর জন্য পৌরসভা থেকে হাটবারে বেশ ক’জন ট্রাফিক দেওয়া হবে। এদিকে উল্লাপাড়ার বোয়ালিয়া পশু হাটটির এবারের সরকারি ইজারা মুল্য হয়েছে প্রায় দু’কোটি ৯৫ লাখ টাকা। এ হাটটি সপ্তাহের একদিন রোববার বসে। এটিও বড় একটি পশু হাট। নগরবাড়ী মহাসড়কের পাশে হাটটির অবস্থান। এ হাটের পাশে বন্যার পানি আসায় সেখানে মাটির বাধ দেওয়া হয়েছে যাতে হাটে বন্যার পানি না উঠে। এখন পানি কমেছে। এ হাটের ইজারা নেওয়া মালিক পক্ষের একজন আনোয়ার হোসেন জানান, সামনের হাট দুটিতে বিপুল সংখ্যক গরু কেনাবেচায় উঠবে বলে তারা আশা করছেন। সে ভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। হাটের আয়তন অস্থায়ীভাবে বাড়ানোর পরিকল্পনা করছেন। বড়হর ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল হাসান নান্নু জানান, বোয়ালিয়া হাটটি তার ইউনিয়ন এলাকার মধ্যে অবস্থিত। তিনি প্রতিটি হাটবারেই

সার্বিক খোজ খবর নিয়ে থাকেন। সামনের হাটবার দুটিতে গরু কেনাবেচায় ক্রেতা-বিক্রেতাদের সুবিধার দিকে তিনি খেয়াল রাখবেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments