শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলারংপুরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

রংপুরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

জয়নাল আবেদীন: রোগীদের সঙ্গে অসদাচরণ যত্রতত্র ময়লা আর্বজনার স্তুপ করে রাখা সহ নানা অনিয়মের অভিযোগে রংপুর নগরীর পপুলার ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বেসরকারী রোগ নির্ণয় কেন্দ্রের মালিকের নামে ৩০ হাজার টাকা জরিমানা করেছে রংপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে রংপুর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান এই জরিমানা ধার্য করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত বিকেলে পপুলার ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বেসরকারী রোগ নির্ণয় কেন্দ্র যান। এসময় তিনি অভিযোগের ভিত্তিতে সেখানে নানা অব্যস্থাপনা দেখতে পান। ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে সেখানে আসা রোগীরা তাকে বিভিন্ন অভিযোগ করেন। পরে সেখানে আদালত বসিয়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করে প্রতিষ্টানটিকে সতর্ক করে দেন। পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাষ্টমার সার্ভিসের কর্মকর্তা ইসতিয়াকুল আসলাম আদালতের কাছে দোষ স্বীকার করে ক্ষমা চান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments