শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ট্রানজিশনাল মেডিসিন নিয়ে প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার

রংপুরে ট্রানজিশনাল মেডিসিন নিয়ে প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার

জয়নাল আবেদীন: ট্রানজিশনাল মেডিসিন নিয়ে প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক দিন ব্যাপী বৈজ্ঞানিক সেমিনার মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে অনুষ্টিত হয় । সেমিনারে বাংলাদেশে জিন নিয়ে গবেষণা এবং বিদ্যমান ডেঙ্গু পরিস্থিতিতে জেনেটিক্স এর প্রভাব, ডেঙ্গু মাহমারী নিয়ন্ত্রণে জেনেটিক্স গবেষণার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করা হয়। ইউরোলজি বিভাগ সেমিনারের আয়োজন করে । সেমিনারে কি-নোট উপস্থাপন করেন, যুক্তরাজ্যের ব্রাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রানজিশনাল মেডিসিন এবং ড্রাগ ডিসকোভারি নিয়ে গবেষক ড. তালাত নাসিম। ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগি অধ্যাপক ডাঃ শহিদুল ইসলাম সুগমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মো: নুর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ নুরুন্নবী লাইজু, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক সুলতান আহমেদ। সেমিনারে বক্তারা বলেন, ট্রানজিশনাল মেডিসিন চিকিৎসা হলো জীব পদার্থ এবং রসায়ন বিদ্যার এমন একটি সংমিশ্রণ যেখানে মৌলিক গবেষনা থেকে উদ্ভূত ফলাফল কিভাবে রোগীদের রোগ নির্ণয়, উন্নত চিকিৎসা এবং নিত্য নতুন ঔষধ আবিস্কার করা যায় তা নিয়ে অধ্যয়ন এবং গবেষনা হয়ে থাকে ট্রানজিশনাল মেডিসিনে। বাংলাদেশে ট্রানজিশনাল মেডিসিন যেহেতু বিজ্ঞানের বিভিন্ন বিভাগের সংমিশ্রণে একটি নতুন বিভাগ, তাই এ বিভাগের কার্যক্রম নির্ধারণে আমাদের কার্যকরী পদক্ষেপ নিতে হবে বলে জানান বক্তারা। সেমিনারে জানানো হয়, দেশের মেডিকেল কলেজগুলোর এ ধরনের গবেষনা করার প্রয়োজনীয় অবকাঠামো নেই । গবেষনার ব্যবস্থা করে বাংলাদেশীদের জিন বিন্যাস উন্মোচনের জন্য একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে হবে

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments