মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলাসর্বোচ্চ কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করা যাবে না: লক্ষ্মীপুরের জেলা প্রশাসক

সর্বোচ্চ কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করা যাবে না: লক্ষ্মীপুরের জেলা প্রশাসক

তাবারক হোসেন আজাদ: আমি জেলার সর্বোচ্চ কর্মকর্তা। আমার বিরুদ্ধে কেন সংবাদ করবেন। আপনারা আমার বিরুদ্ধে সংবাদ করতে পারবেন না। হাজারো মানুষ আসে আমার কাছে। সবার কাজ করতে হবে তার কি মানে আছে। আমার বিরুদ্ধে তদন্ত আসলে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তদন্ত আসলেই যে আপনাদের সংবাদ করতে হবে তার কোন মানে নেই। আপনারা আমার বিরুদ্ধে কোন সংবাদ প্রচার কিংবা প্রকাশ করতে পারবেন না। বুধবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ কার্যালয়ে জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন। এসময় প্রায় ২০ মিনিট তার কক্ষে গণমাধ্যমকর্মীদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। এর আগে বারান্দায় দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের জেলা প্রশাসকের কক্ষে ডেকে নেন সহকারি কমিশনার মোঃ বনি আমিন। জমির জমা খারিজ করতে ঘুষ চাওয়া ও হয়রানি করার প্রতিবাদে এম এইচ এগ্রো পার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে বিভাগীয় পরিচালক দীপক চক্রবর্তী নিজেই বুধবার লক্ষ্মীপুরে তদন্তে আসেন। এনিয়ে সংবাদ পরিবেশনে তথ্যের জন্য জেলায় কর্মরত সাংবাদিকরা জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক আরও বলেন, আপনারা কেউ ভূক্তভোগীর বক্তব্য নিতে পারবেন না। ওই ব্যাক্তি চলে গেলে আপনারা আমার কক্ষ থেকে বের হবেন। উনি চলে গেলে আমি আপনাদের বক্তব্য দেবো। বাইরেও আপনারা অভিযোগকারীর বক্তব্য নিতে পারবেন না। যদি বক্তব্য নিতে হয় অভিযোগকারী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে। আর আমার কার্যালয় এলাকায় আপনারা তার বক্তব্য নিতে পারবেন না। আর আমি চাইছি না আপনারা তার বক্তব্য নেন। আপনারা আমার বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করবেন এটাও আমি চাইছি না। অবরুদ্ধ সাংবাদিকরা হলেন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিস কবির, আমাদের সময় ডটকমের প্রতিনিধি জাহাঙ্গীর লিটন, দৈনিক নবচেতনার প্রতিনিধি মোঃ সোহেল রানা, বার্তা টোয়েন্টিফোর.কমের জেলা প্রতিনিধি হাসান মাহমুদ শাকিল ও সংবাদ প্রতিদিনের প্রতিনিধি ফরহাদ হোসেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments