শুক্রবার, মে ১৭, ২০২৪
Homeসারাবাংলারংপুরে মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক ও অফিস সহকারীর ৫ বছরের কারাদণ্ড

রংপুরে মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক ও অফিস সহকারীর ৫ বছরের কারাদণ্ড

জয়নাল আবেদীন: দুর্নীতির মামলায় রংপুরের শঠিবাড়ি সরকারী মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক ও অফিস সহকারীকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে রংপুর দুর্নীতি দমন বিশেষ আদালতের বিচারক আহসান তারেক এ রায় প্রদান করেছেন। আসামীরা হলেন সাবেক খামার ব্যবস্থাপক রেজাউল বারী ও অফিস সহকারী শফিকুল ইসলাম। মামলার বিবরণে জানাগেছে, রংপুরের শঠিবাড়িস্থ সরকারী মৎস্য বীজ উৎপাদন খামারে মাছের পোনা বিক্রির নামে সরকারী ছাপানো রশীদের বিপরীতে ডুপ্লিকেট রশীদ তৈরী করে মাছের পোনা বিক্রি করে আসামীরা ৫ লাখ টাকার সরকারী অর্থ আত্মসাৎ করেন। এ অভিযোগে দুদক আইনে তাদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় দণ্ড বিধি আইনের ৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ১৯৪৭ সালের ৫(২) ধারায় মিঠাপুকুর থানায় ২০০২ সালে মামলা দায়ের করা হয় । তদন্ত শেষে দুই আসামীর বিরুদ্ধে চার্জশীট দাখিল করে দুদক। দীর্ঘ ১১ বছর পর ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা গ্রহণ শেষে দুই আসামী রেজাউল বারী ও শফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় দুই আসামী আদালতে উপস্থিত ছিলো। পরে তাদের পুলিশী পাহারায় কারাগারে পাঠানো হয়। দুদকের মামলা পরিচালনাকারী আইনজীবী হারুনর রশীদ এডভোকেট জানান আসামীরা সরকারী অর্থ আত্মসাৎ করেছে। সাক্ষ্য প্রমাণের তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের সাজা প্রদান করেছে। তিনি বলেন এর মাধ্যমে প্রমাণিত হয়েছে সরকারী অর্থ আত্মসাৎ করে পার পাওয়া যাবেনা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments