শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে ২৫ দিনেও গ্রেফতার হয়নি সৈয়দ আহম্মদের প্রধান ঘাতকরা

রায়পুরে ২৫ দিনেও গ্রেফতার হয়নি সৈয়দ আহম্মদের প্রধান ঘাতকরা

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুর মসজিদের টাকা উত্তোলন নিয়ে হাতুড়ি ও ইট দিয়ে পিটিয়ে খুন হওয়া সৈয়দ আহম্মদ (৩০) এর ঘাতকরা ২৫ দিনেও গ্রেফতার হয়নি। মামলা তুলে নিতে হুমকি ও ঘাতকরা গ্রেফতার না হওয়ায় চরম উদ্বিগ্ন রয়েছেন নিহত ছৈয়দ আহাম্মদের পরিবার। গত ৭ আগষ্ট পৌর শহরের শিবপুর গ্রামের আমির উদ্দিন ব্যাপারী বাড়ীর সামনে সৈয়দকে নির্মম ভাবে হত্যা করা হয়। নিহত সৈয়দ একই এলাকার মৃত শামছুল হকের ছেলে। নিহতের মা রিনা বেগম বাদী হয়ে রায়পুর থানায় আব্দুল মালেক, ছেলে জাহেদ, খালেক ও একই এলাকার মো. বাহারকে আসামী করে হত্যা মামলা করেন। এঘটনায় পুলিশ ঘাতকদের পিতা আব্দুল মালেক ও তার ছেলে খালেককে পুলিশ গ্রেফতার করেছে। তারা কারাগারে রয়েছে। রায়পুর থানার ওসি (তদন্ত) সিপন বড়–য়া জানান, নিহত ছৈয়দ আহাম্মদের মামলার আসামী আব্দুল মালেক ও তার ছেলে খালেককে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামী জায়েদ ও বাহারকে গ্রেফতারের চেষ্টা চলছে। প্রসঙ্গগত- বাড়ীর সামনে নতুন করে একটি মসজিদ নির্মানে কাজ চলছে। মসজিদ নির্মানের জন্য এলাকাবাসী সৈয়দকে মসজিদের সামনে টাকা উত্তোলনের দায়িত্ব দেয়। এতে সৈয়দ টাকা উত্তোলন করে মসজিদ ফান্ডে জমা দিয়ে আসছিলেন। কয়েক দিন ধরে সৈয়দের টাকা উত্তোলন না করতে নিষেধ করে আসছে একই এলাকার আব্দুল মালেকের ছেলে জাহেদ ও খালেক। কিন্তু সৈয়দ টাকা উত্তোলন বন্ধ না করায় মঙ্গলবার সকালে এর জের ধরে জাহেদ ও খালেক সাথে ঝগড়া হয়। একপর্যায় সৈয়দকে তাঁদের কথা না শুনলে দেখে নেওয়ার হুমকি দেয়। ওই দিন রাতে স্থানীয় বাজার থেকে বাড়ী যাওয়ার পথে মসজিদের সামনে দুর্বৃত্তরা সৈয়দকে পথরোধ করে হাতুড়ি ও ইট দিয়ে পিটিয়ে মাথায় গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় আহত সৈয়দকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া পথে সে মারা যায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments