সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
Homeসারাবাংলারংপুর সদর-৩ আসনের উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

রংপুর সদর-৩ আসনের উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

জয়নাল আবেদীন: রংপুর সদর-৩ আসনের উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে রংপুরের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। বিএনপি প্রার্থী রিটা রহমানকে ধানের শীষ, জাতীয় পার্টির প্রার্থী রাহগীর আল মাহী সাদ এরশাদকে লাঙ্গল,স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পাটির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা হুসেইন মকবুল শাহরিয়ার মোটর গাড়ী, গণফ্রন্টের প্রার্থী কাজী শহিদুল্লা মাছ, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান, দেয়াল ঘড়ি, এনপিপির শফিউল আলম আম মার্কা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। প্রতিক পাওয়ার পর গন সংযোগে শুরু করেছেন প্রার্থীরা। তারা ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করে রংপুরকে একটি আধুনিক সিটি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে রংপুরের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। নির্বাচনী প্রতিক পেয়ে এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হলেও জাতীয় পার্টির তৃণমূলের নেতা- কর্মী সহ রংপুরের মানুষ তার সাথে থাকবেন । কারণ হিসেবে তিনি জানান, জতীয় পার্টি যাকে প্রার্থী দিয়েছে তাকে রংপুরের অনেক মানুষ চেনে না। সুষ্ঠু ভোট নিয়ে আবারো শংকার কথা জানিয়ে বিএনপি প্রার্থী রিটা রহমান সাংবাদিকদের বলেন এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কো নির্বচনেই সুষ্ট হবে না। আমরা জনগনের কাছে ভোটের সার্বিক চিত্র তুলে ধরতে এই নির্বাচনে দাড়িয়েছি। রিটার্নিং কর্মকর্তা সাহাতাব উদ্দিন প্রতিক বরাদ্দ শেষে সাংবাদিকদের জানান, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহনের জন্য সকল প্রস্ততি নেয়া হয়েছে। তিনি প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, সুষ্ট নির্বচন করতে যা যা প্রয়োজন নির্বাচন কমিশন তা করবে। নির্বাচন বিধি প্রার্থীরা মানছেনকি না তার জন্য ম্যাজিষ্ট্রেট থাকবেন বলে জানান তিনি। রংপুর সদর উপজেলা ও সিটি করপোরেশনর আংশিক এলাকা নিয়ে গঠিত রংপুর-৩ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩১০ জন এবং ২ লাখ ২০ হাজার ৭৬২ জন নারী ভোটার। আসনটিতে ইভিএমে ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাহাতাব উদ্দিন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments