শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় সড়কের বেহাল দশা, সীমাহীন দুর্ভোগ

উল্লাপাড়ায় সড়কের বেহাল দশা, সীমাহীন দুর্ভোগ

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ সড়কটি এখন দূর্ভোগের হয়ে দেখা দিয়েছে। এখন ক্ষতির অংশে কোন বাহন নিয়ে চলাচল করা যায় না। এমনকি সেখানে পায়ে হেঁটে চলতেও একটু হলেও কষ্ট হয়। উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়নের লাহিড়ীপাড়ায় সড়কটির অবস্থান। রাজমান পাকা সড়ক থেকে প্রায় ৩শ ফুট দীর্ঘ ঢালাই সড়কটি এডিপি ও এলজিএসপি প্রকল্পে নির্মান করা হয়েছে। এতে প্রায় সাড়ে চার লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানা যায়। সরেজমিনে দেখা গেছে, সড়কটির প্রায় ৫০ ফুট অংশের ক্ষতি হয়েছে। মোহনপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান ফারুক জানান, তার ওয়ার্ডের মধ্যে সড়কটির অবস্থান। এ সড়ক পথে লাহিড়ীপাড়া ছাড়াও পাশ্ববর্তী ৩ থেকে ৪টি গ্রামের গ্রামের লোকজন চলাচল করে থাকে। গত মাস দু’য়েক আগে এবারের বন্যায় সড়কটির এ অংশ ভেঙ্গে এমন ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ক্ষতিতে সড়কটির ভাঙ্গা অংশ হয়ে সরাসরি কোন বাহন নিয়ে চলাচল করা যায় না। এছাড়া পায়ে হেঁটেই ভাঙ্গা অংশে পেরুতে একটি হলেও কষ্ট হয় জানান। মোহনপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, বন্যার পানির চাপে সহজেই সড়কটি এভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ অংশ সংস্কারে এরই মধ্যে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments