বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারংপুরে র‌্যাবের অভিযানে ২ নারী প্রতারকসহ ৬ জন গ্রেফতার

রংপুরে র‌্যাবের অভিযানে ২ নারী প্রতারকসহ ৬ জন গ্রেফতার

জয়নাল আবেদীন: র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা পৃথক তিনটি অভিযান চালিয়ে সন্ত্রাসী, প্রতারকসহ ৬ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু ডলার। সোমবার বিকেলে নগরীর আলম নগর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের র‌্যাব কর্যালয়ে এক সংবাদ সন্মেলনে এই তথ্য জানান র‌্যাব-১৩ অধিনায়ক রেজা আহামেদ ফেরদৌস। সংবাদ সন্মেলনে বলা হয়, সেনাবাহিনী,পুলিশসহ অন্যান্য বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ৩ জনকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে দিনাজপুর জেলার বিরল এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের সক্রিয় সদস্য শফিকুল ইসলাম ও তার দুই সহযোগী জাহাঙ্গীর আলম এবং রাসেল মিয়া কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে ২০ জনের কাজ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। জিজ্ঞাসাবাদে তারা অল্প টাকার বিনিময়ে ডলার বিক্রয়ের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়েনিত বলে জানায়। তাদের কাজ থেকে বেশ কিছু মার্কিন ডলার উদ্ধার করা হয়। র‌্যাব-১৩ অপর একটি দল ওই দিন রাতে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে সাইবার অপরাধ চক্রের সক্রিয় দুই সদস্য রাবেয়া বসরী সম্পা (২৮) ও লীনা (৩২) কে গ্রেফতার করে। তারা গণ্যমান্য ব্যক্তি , রাজনৈতিক দলের নেতা, সংসদ সদস্য, ধনাঢ্য ব্যবসায়ীদেরকে টার্গেট করে তাদের ফেসবুক একাউন্ট হ্যাক করে আপত্তিকর ছবি পোষ্ট করার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিতো। র‌্যাবের অধিনায়ক আরো বলেন রংপুর মহানগরীর বাবুপাড়া এলাকায় ব অভিযান চালিয়ে রংপুরের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী মাদক, ছিনতাই, ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী বিপ্লব বিল্লা ওরফে হেলমেট বিল্লা (২৮), গ্রেফতার করে। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১৫টির বেশি মামলা রয়েছে

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments