শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাছুটির দিনে শিক্ষার্থীদের উপস্থিত করে সচিবের বিদ্যালয় পরিদর্শন

ছুটির দিনে শিক্ষার্থীদের উপস্থিত করে সচিবের বিদ্যালয় পরিদর্শন

এম,এ,মুছা: সিরাজগঞ্জের বেলকুচিতে সরকারী ছুটির দিনে প্রায় ২ শতাধিক শিক্ষার্থীকে উপস্থিত করে জ্বালানী ও খনিজ সম্পদ অধিদপ্তরের সিনিয়র সচিব প্রভাকর বিদ্যানিকেতন পরিদর্শন করেছেন ।

বৃহস্পতিবার দুপুরে বেলকুচি উপজেলার অদুরে অবস্থিত তামাই প্রভাকর বিদ্যানিকেতন পরিদর্শন করেন আবু হেনা মোঃ রহমাতুল মুনিম। পরিদর্শন কালে স্কুল কর্তৃপক্ষের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আফসানা ইয়াছমিনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জ্বালানি ও খনিজ সম্পদ অধিদপ্তরের সিনিয়র সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নৌপরিবহন অধিদপ্তরের অতিরিক্ত সচিব মোছাঃ লায়লা জেসমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাহমুদ, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও উপদেষ্টা মন্ডলির সদস্য রুহুল আমিন মন্টু প্রমুখ।

এসময় প্রায় ২শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ের প্রাঙ্গনে উপস্থিত রাখা হয়। অনুষ্ঠান শেষ হওয়ার পর বেলা ৩ ঘটিকার সময় তাদেরকে প্রধান শিক্ষক বিদ্যালয় ত্যাগ করার নির্দেশ দিলে শিক্ষার্থীরা বাসায় ফিরে যায়।

বিষয়টি সম্পর্কে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাহমুদ জানান, সরকারী ছুটি থাকলেও সচিব সাহেব আমাদের বিদ্যালয় পরিদর্শন করবেন বিধায় আমরা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী হাজির করেছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজার কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদকে জানান, এটা একটি সরকারী পোগ্রাম। তাই সরকারী পোগ্রামে শিক্ষার্থীরা উপস্থিত থাকতেই পারে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments