শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাএমপিও ভুক্ত হলো সোনারগাঁয়ের ৬টি শিক্ষা প্রতিষ্ঠান

এমপিও ভুক্ত হলো সোনারগাঁয়ের ৬টি শিক্ষা প্রতিষ্ঠান

গিয়াস কামাল: নতুন করে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করা হলো ২৭৩০ শিক্ষাপ্রতিষ্ঠান। গতকাল বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন। এর মধ্য দিয়ে বহু শিক্ষক-কর্মচারীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। প্রধানমন্ত্রী গতকাল ঘোষণা দিলেও এমপিওভুক্তির সিদ্ধান্ত কার্যকর হবে গত জুলাই মাস থেকে। সাড়ে ৯ বছর পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হলো। ২৭৩০ এপিওভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে সোনারগাঁ উপজেলা ৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এ তালিকার মধ্যে রাখা হয়েছে। নতুন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো- মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ, কাঁচপুর সিনহা স্কুল এন্ড কলেজ, হাজী মতিউর রহমান সরকার উচ্চ বিদ্যালয়, গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়, সোনারগাঁ আইডিয়াল স্কুল ও গঙ্গাপুর মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা। এমপিওভুক্তির ব্যাপারে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান জানান, সোনারগাঁয়ের প্রত্যেকটি প্রতিষ্টান এমপিওভুক্ত করার জন্য নিজ প্রতিষ্ঠান থেকে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া ওয়েবসাইডে অনলাইনের মাধ্যমে আবেদন করা হয়। আবেদন করা এ সকল প্রতিষ্ঠানগুলো মন্ত্রণালয় থেকে যাচাই-বাছাই করে উপজেলার ৬টি প্রতিষ্ঠানসহ গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ২৭৩০টি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ঘোষনা দেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments