বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাভারতে পাচার হওয়া ৩ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর

ভারতে পাচার হওয়া ৩ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর

শহিদুল ইসলাম: অবৈধ পথে ভারতে পাচার হওয়া এক কিশোর ও দুই কিশোরী বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদেরকে হস্তান্তর করা হয়।

ফেরত আসারা হলো, নড়াইল জেলার কালিয়া থানা
রাজাপুর গ্রামের নিজাম শিকদারের ছেলে তাহিদুল শিকদার (১২), যশোর জেলার শার্শা থানার পন্ডিতপুর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে হালিমা খাতুন (১২),
খুলনা জেলার ডুমুরিয়া থানার রাজনগর গ্রামের
দেব প্রসাদের মেয়ে নুপুর ডালি (১৪)।

বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার খোরশেদ আলম জানান, ভারতে তারা দীর্ঘ ৮ মাস কোলকাতা ওয়েল বেঙ্গল হোমে আটক ছিল।
পরে বিশেষ ট্যাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় বিএসএফ সন্ধ্যায় তাদেরকে হস্তান্তর করেছে। হস্তান্তরের পর তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি (তদন্ত) জানান, তাদেরকে মানবাধিকার সংস্থা জাস্টিজ এন্ড কেয়ারের যশোর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments