শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাপাঁচবিবিতে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক

পাঁচবিবিতে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক

প্রদীপ অধিকারী: আগাম জাতের আমন ধান ঘরে তুলে এখন আগাম আলু চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন পাঁচবিবি উপজেলার কৃষকরা। আগাম জাতের আলু চাষ করে লাভবান হওয়ায় আশায় বরাবরের মতো এবারও আলু চাষ করছেন এ উপজেলার কৃষক। চলতি আমন মৌসুমের কিছু কিছু আগাম জাতের ধান ঘরে তুলেছেন কৃষক। সেই জমিতে এখন আগাম আলুর বীজ বোপন করছে। উপজেলার বাগজানা, ধরঞ্জী, রতনপুর, নন্দইল, তাজপুর, আয়মারসুলপুর, কড়িয়া, কেশবপুর, বালিঘাটা সহ কয়েকটি আলু চাষের জমিতে গিয়ে দেখা যায় কৃষকরা আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। এসময় কথা হয় উপজেলার বাগজানা ইউনিয়নের খোর্দ্দা (গঙ্গাঁপ্রসাদ) গ্রামের কৃষক নুর ইসলামের সাথে কথা বললে তিনি জানান প্রতি বিঘায় আলু চাষে খরচ হচ্ছে প্রায় ২০ থেকে ২২ হাজার টাকা, তিনি আরো জানান প্রতি বিঘায় ফলন ভাল হলে ৫০ থেকে ৬০ মণ আলু উৎপাদন হয় এবং আগাম জাতের আলু বাজারে দামও ভাল থাকে, প্রতি বছরের ন্যয় এবারও আলু চাষীরা আশাবাদী আগাম জাতের আলু মাঠ থেকে উঠিয়ে বাজারে প্রথম অবস্থায় ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রয় হয় এই বাজার দর স্থিতিশীল থাকলে আমরা (আলু চাষী) কিছুটা লাভের মুখ দেখব। একই গ্রামের সাইফুল ইসলাম, তিনিও এবার ১ একর জমিতে আগাম আলু চাষ করছেন, তিনিও একই কথা বলেন। ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের আলু চাষী মতিউর রহমান জানান জানান, ৬০-৬৫ দিনের মধ্যে এ আলু ক্ষেত থেকে তোলা যায় বলে কৃষকদের আলু চাষের আগ্রহ বেশি। বাগজানা খোর্দ্দা এলাকার আলু চাষী স্বপন সাহা জানান, গতবার পাঁচ বিঘা জমিতে আলু আবাদ করলেও এবার দ্বিগুণ করেছেন। গতবার ভালো দাম পেয়েছেন বলে জানান তিনি। অপরদিকে বর্তমান সময়ে গ্রামাঞ্চলে কোন কৃষি কাজ না থাকা আগাম জাতের আলু চাষের কারনে দিনমজুরদের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে তবে মজুরি বৈষম্যে নারী দিনমজুররা । পুরুষ শ্রমিকের প্রতিদিনের হাজিরা পারিশ্রমিক ২৫০/৩০০ টাকা পাশাপাশি এ কাজে নারী শ্রমিকদের পারিশ্রমিক ২০০টাকা । পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফর রহমান বলেন, উপজেলায় এবার ৭ হাজার হেক্টর জমিতে আগাম জাতের আলু হয়েছে। অধিক দামের আশায় কৃষকরা আগাম জাতের আলু আবাদে নেমে পড়েছে। আগামী জানুয়ারী থেকে ডিসেম্বর মাসেই এই আলু বাজারে পাওয়া যাবে বলে তিনি জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments