শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাকালিহাতীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে বঙ্গবন্ধুসেতু সড়ক অবরোধ

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে বঙ্গবন্ধুসেতু সড়ক অবরোধ

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা ও ধলেশ্বরী নদীতে প্রভাবশালী মহলের অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-বঙ্গবন্ধুসেতু মহাসড়ক প্রায় একঘন্টা অবরোধ ও বিক্ষোভ করে স্থানীয়রা। সোমবার সকালে বঙ্গবন্ধুসেতু মহাসড়কের জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। মহাসড়ক অবরোধের ফলে মহাসড়কের দুইপাশে প্রায় ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে একঘন্টা মহাসড়ক বন্ধ থাকার পর দুপুর ১২টায় অবরোধ প্রত্যাহার করে নেন এলাকাবাসী । স্থানীয়রা জানান, রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে যমুনা ও ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন করে আসছে। এতে প্রতি বছর ওই এলাকার শতশত বসতভিটা, রাস্তাঘাট ও ফসলী জমি নদীগর্ভে বিলীন যাচ্ছে। সম্প্রতি ভাঙনেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রবিবার আবার বালু উত্তলনের জন্য ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের চেষ্টা করলে বাধা দেন এলাকাবাসী। এ ঘটনায় রাতে উল্টো বালু উত্তোলনে প্রতিবাদকারী জোকারচর এলাকার চান্দু সরকারের ছেলে মাসুদ রানাকে আটক কালিহাতী থানা পুলিশ। সকালে মাসুদকে আটকের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয় স্থানীয়রা। পরে স্থানীয়রা ঢাকা- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর জোকারচর এলাকায় মহাসড়ক অবরোধ করে মাসুদ রানাকে মুক্তি ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিক্ষোভ করেন । পরে সহকারি কমিশনার ভূমি শাহরিয়ার রহমান ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী। এবিষয়ে সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রামবাসীর দাবীর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। এদিকে আটক মাসুদ রানাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কালিহাতী থানার ওসি তদন্ত নজরুল ইসলাম।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments