বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাকুয়াকাটার সৈকত এখন বস্তিবাসীর দখলে

কুয়াকাটার সৈকত এখন বস্তিবাসীর দখলে

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটন নগরী কুয়াকাটার সৈকত এখন বস্তিবাসীর দখলে চলে যাচ্ছে। কুয়াকাটা চৌরাস্তা থেকে পশ্চিমে বেরিবাঁধের উপরে থাকা প্রায় দুই শতাধিক ঘর ভেঙ্গে নিয়ে রাতের আঁধারে সৈকতে স্থাপনা তৈরী করেন। বন্যা নিয়ন্ত্রণের ৪৮ নং পোল্ডারে বেরিঁবাধ সংস্কার করার জন্য চীনা কোম্পানী কাজ শুরু করেন। ক্ষতিপূরণ টাকা পেয়েও অনেক জেলে পরিবার সাগরে মাছ ধরার র্স্বাথে বাধা নিষেধ উপেক্ষা করে সৈকতে অবস্থান করছেন। সরকারের পক্ষে কয়েকবার উচ্ছেদ করলেও কিছুদির পর আবার ওই ঘরগুলি তৈরী করছে জেলেরা।ইউনিয়ন ভূমি অফিসের নজরদারী না থাকার কারনে ওই ঘরগুলো তৈরি করছে জেলেরা। সরেজমিনে ঘুরে দেখা যায়,স্থানীয় পৌরসভা থেকে অনুমতি আনতে গেলে তারা বলেছেন ও খানে কোন ঘর তোলা যাবেনা। কুয়াকাটা ঘুরতে আশা পর্যটকরা নোংরা দুষিত এই পরিবেশ দেখে বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে। দ্রুত এ বস্তিগুলো অপসারণ না করলে কুয়াকাটা থেকে আগত পর্যটকরা মুখ ফিরিয়ে নিবে বলে আমনটাই ক্ষোভ প্রকাশ করছেন । কুয়াকাটা চৌরাস্তা থেকে পশ্চিমে বেরিবাঁধের উপরে থাকা প্রায় দুই শতাধিক ঘর ভেঙ্গে নিয়ে রাতের আঁধারে সৈকতে স্থাপনা তৈরী করে। পাউবো কর্তৃক চীনা কোম্পানী ওই বেরিবাঁধ সংস্কারের জন্য গত বছর এ কাজ হাতে নেয়। আর সৈকতের সৌর্ন্দয্য বর্ধণে পরিকল্পিত ভাবে কাজ শুরু করবে। ক্ষতিপূরণ টাকা পেয়েও অনেক জেলে পরিবার সাগরে মাছ ধরার র্স্বাথে বাধা নিষেধ উপেক্ষা করে তারা ঘর তুলছে। চট্রগ্রাম থেকে বেড়াতে আসা পর্যটক আব্দুল রহমান জানান, কুয়াকাটার কথা শুনে আমরা চার বন্ধু ঘুরতে এসে ভাল লাগছে। তবে বীচে নামতে গিয়ে যা দেখলাম তা দেখে খুব মর্মাহত হলাম। নোংরা পরিবেশ আর সাগর পারে বস্তির মত ঘরবাড়ী, জেলেদের নৌকা পরে আছে, জাল থেকে পচা মাছের দূর্গন্ধ বেড় হচ্ছে। কুয়াকাটা পৌর মেয়র বারেক মোল্লা জানান,আমি জেলেদেরকে ঘরগুলো বালুল চরে ওঠাতে বারন করেছি। তার পরও তারা বালুর চরে ঘর তুলেছেন। এ ব্যাপারে কুয়াকাটা বীচ-ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমান মুনিব জানান, সৈকতে যে ঝুপরি ঘরগুলো রয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো অপসারনকরা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments