তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরে দিনব্যাপী ব্যতিক্রম ধর্মী কৃষি পণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শহরের বাগবাড়ী এলাকায় লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে এই মেলা সম্পন্ন হয়। এতে প্রায় ২ শতাধিক স্টলে শিক্ষার্থীদের বিভিন্ন প্রজাতির কৃষি পন্য উপাস্থপনের প্রায় পাঁচ হাজার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহন করেন। এছাড়াও একই সময়ে একই শিক্ষা প্রতিষ্ঠানের জোনাকি নামে একটি সাময়িকী মোরগ উন্মাচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লক্ষ্মীপুর এক আসনের সংসদ শাহ জাহান কামাল মেলার উদ্ভোধন করেন ও বক্তব্য রাখেন। এই সময়ে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, সহকারি অধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ প্রমুখ। সহকারি অধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ বলেন, প্রতি বছরের ন্যায় এই বছরও প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে ব্যতিক্রমী এই মেলা হয়। প্রায় দুই হাজার বিভিন্ন ফল ও গাছের চারা মেলার স্থান পেয়েছে। অনেকে আমরা দেশে ফলের নাম ভুলে গেছি। তাই ফলগুলোর পরিচয় ও রোপন সম্পর্কে অবহিত করা হয়েছে।