শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলারংপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

রংপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

জয়নাল আবেদীন: “আসুন পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি ” এই প্রতিপাদ্য নিয়ে বিনামূল্যে রক্ত পরীক্ষা ক্যাম্প, বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা অনুষ্টানের মধ্যে দিয়ে বৃহস্পতিবার বিভাগীয় নগরি রংপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে । রংপুর ডায়াবেটিস সমিতির আয়োজনে সকাল ১০টায় সমিতির রাধাবল্ভবস্থ কার্যালয় চত্তর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয় ।র‌্যালিতে অংশ নেন পরিচালনা পরিষদের কর্মকর্তা, রংপুর মেডিকেল কলেজ ও বেসরকারী মেডিকেল কলেজের শিক্ষার্থী নার্স , ডায়াবেটিস রোগী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। র‌্যালিটি নগরির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । র‌্যালির উদ্ধোধন ঘোষনা করার আগে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মো: আসিব আহসান । আলোচনা অনুষ্টানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডায়াবেটিক বিশেষঞ্জ প্রফেসর ডা: লাইক আহমেদ খান । সমিতির সভাপতি শিক্ষাবিদ প্রফেসর ড,মুহম্মদ রেজাউল হকের সভাপতিত্বে বক্তব্য দেন সিভিল সার্জন ডা: হিরম্বর কুমার রায়,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর সভাপতি সাফিউর রহমান সফি রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা: আব্দুর রউফ, চক্ষু বিশেষঞ্জ ডা: হেদাতেুল ইসলাম । এদিকে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে হেলথ কেয়ার, নভো নরডিক্স এর সহযোগীতায় সকাল ৯টায় বিনামূল্যে রক্ত পরীক্ষা ক্যাম্প উদ্ধোধন করেন ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক মোস্তফা আজাদ চৌধুরী বাবু । বেলা ২টা পর্যন্ত ৫শতাধিক ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে রক্ত পরীক্ষা করা হয় ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments