বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাসোনারগাঁয়ে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

সোনারগাঁয়ে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

গিয়াস কামাল: সরকারী নিয়ম ভেঙ্গে এস এস সি পরীক্ষার ফরম পূরনের নির্ধারিত ফি এর চারগুণ বেশি টাকা আদায়ের অভিযোগ উঠেছে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের স্টার ফ্লাওয়ার এস আর হাই স্কুল এর বিরূদ্ধে। আসন্ন এস এস সি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের ফরম পূরনের এ অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেছে পরীক্ষার্থীরা। জানা গেছে এস এস সি পরীক্ষার ফরম পূরনের ফি বাবদ বিজ্ঞান বিভাগের জন্য ১৯৭০টাকা এবং বানিজ্য ও মানবিক শাখার জন্য ১৮৫০টাকা করে ফরম ফিলাপের ফি সরকারী ভাবে নির্ধারণ করা হলেও মেঘনা শিল্পাঞ্চলে অবস্থিত স্টার ফ্লাওয়ার এস আর হাই স্কুলে এস এস সি’র ফরম ফিলাপ বাবদ প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে নেয়া হয়েছে প্রায় আট হাজার টাকা। যা সরকার নির্ধারিত ফিয়ের প্রায় চারগুণ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এস এস সি পরীক্ষার্থী জানান, সরকার যেখানে ফরম পূরনের ফি নির্ধারন করে দিয়েছেন সেখানে এস আর হাই স্কুল সরকারী নির্দেশ অমান্য করে তাদের মর্জি মাফিক অতিরিক্ত ফি আদায় করেছে। স্কুল কর্তৃপক্ষের ভয়ে আমরা এর প্রতিবাদ না করে ইচ্ছামাফিক নেয়া টাকা দিতে বাধ্য হয়েছি। স্টার ফ্লাওয়ার এসআর স্কুলের পরিচালক শাহ আলী জানান, আমরা সরকার নির্ধারিত ফি’র বেশী নিচ্ছিনা। তবে, কোচিং ও উন্নয়নসহ অন্যান্য খাতে পরীক্ষার্থীদের কাছ থেকে পাওনা টাকা আদায় করা হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ফরম পূরণ ফি বাবদ অতিরিক্ত টাকা নেয়ার কোন সুযোগ তো নাইও বরং এসময় অন্যকোন ফি নেয়ারও সুযোগ নাই। কেউ যদি অতিরিক্ত টাকা আদায় করে তার বিরূদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments