বুধবার, মার্চ ২৭, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় আমন ধান কাটা শুরু, উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা

উল্লাপাড়ায় আমন ধান কাটা শুরু, উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা

সাহারুল হক সাচ্চু: আগাম করে আবাদ করা পাকা আমন ধান কাটা শুরু হয়েছে। এ ধানের ফলন ভাল হারে মিলছে। কৃষক পরিবারগুলোর ব্যাস্ততা বাড়ছে। চাহিদা বাড়ছে ধান কাটার দিন মজুরদের। সিরাজগঞ্জের উল্লাপাড়া অঞ্চলের কৃষি ও কৃষকের হাল চিত্রে এসবের দেখা মিলছে। উপজেলা কৃষি অফিস সুত্রে, উল্লাপাড়ায় এবারের মৌসুমে দু’জাত মিলে ৯ হাজার ৮০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে রোপা আমন ধান ৮ হাজার ৪শ ৩০ হেক্টর জমিতে ও ৬শ ৫০ হেক্টর জমিতে বোনা আমন ধানের আবাদ হয়েছে। জানা যায়, ৪ হাজার ৭শ ১৫ হেক্টর জমিতে বোনা আমন ধান চাষ করা হলেও বন্যাসহ বিভিন্ন কারণে ৪ হাজার ১৫ হেক্টর জমির বোনা আমন ধানের একেবারে ক্ষতি হয়ে গেছে। গত দিন সাতেক হলো আগাম করে লাগানো রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। এর আগে বোনা আমন ধান কাটা শুরু হয়। উপজেলার রামকৃষ্ণপুর, সলঙ্গা, বড়হর, হাটিকুমরুল ইউনিয়ন এলাকায় মাঠ গুলোর সবচেয়ে বেশি পরিমান জমিতে রোপা আমন ধান আবাদ হয়েছে। খোজ নিয়ে দেখা গেছে, বিভিন্ন মাঠ থেকে কৃষকেরা তাদের আবাদ করা পাকা আমন ধান কেটে উঠোন, আঙ্গিনা এনে মাড়াই, উড়ানো, শুকানো শেষে গোলা ঘরে তুলছে। এক বিঘা জমিতে ১৫ থেকে ১৬ মণ ধানের ফলন মিলছে। কৃষকেরা বলছে এ ফলনের হার বেশ ভালো। কৃষক আবু বক্কার জানান, তার দেড় বিঘা জমির ধান গত দু’দিন আগে কেটে ঘরে তুলেছেন। বিঘা প্রতি সাড়ে ১৫ মণ হারে ফলন হয়েছে। এদিকে ধান কাটা শুরু হতেই বিভিন্ন গ্রামের কৃষক পরিবার গুলো এর পিছনে বেশ ব্যাস্ততায় সময় পার করছে। এছাড়া দিন যেতেই ধান কাটায় গ্রামীণ দিন মজুরদের চাহিদা আরো বাড়ছে। স্থানীয় হাট বাজার গুলোয় নতুন উঠা রোপা আমন ধান মণ প্রতি ৭শ ৩০ থেকে ৭শ ৭০ টাকা দরে কেনা বেচা হচ্ছে বলে জানা যায়। গত দিন তিনেক হলো ধানের দাম কিছুটা বেড়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আসাদ বিন খলিল রাহাত জানান, এবারের মৌসুমে উল্লাপাড়ায় রোপা আমন ধানের ফলন বেশ ভালো হারে কৃষকেরা পাচ্ছে। স্থানীয় কৃষকেরা বিভিন্ন উন্নত জাতের রোপা আমন ধানের আবাদ করেছে। কৃষি অফিসের রোপা আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় সাড়ে ৩০ হাজার মেট্রিক টন। সেখানে বর্তমানে যে হারে ফলন মিলছে তাতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নিয়ামুল হক জানান, এবারের মৌসুমে কৃষকদের কাছ থেকে আমন ধান ও চাউল কেনা হবে। তবে এখনো ক্রয় লক্ষ্যমাত্রা এবং কবে নাগাদ থেকে তা শুরু হবে এ বিষয়ে তার বিভাগ থেকে কোনো চিঠি আসেনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments