শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলা২৬শে নভেন্বর রংপুর মহানগর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

২৬শে নভেন্বর রংপুর মহানগর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

জয়নাল আবেদীন: আগামী ২৬শে নভেন্বর রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর মহানগর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হবে । এই সম্মেলনকে ঘিরে রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী কাউন্সিলরদের বাড়ি বাড়িতে দৌড়-ঝাপ শুরু হয়েছে। এবারের সম্মেলনে আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে প্রার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশাসী, পারিবারিক ইতিহাস ও বিগত সময়ের দলের জন্য ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মিদের মুল্যায়ন করা হবে। এই সম্মেলনে রংপুর মহানগরেরর ৩৩ ওয়ার্ড কমিটির মোট ৪শ৬১ জন কাউন্সিলরর ভোটার রয়েছেন। কাউন্সিলের মাধ্যমে রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্বাচিত করা হবে। জানা গেছে, বর্তমান রংপুর মহানগর আওয়মীলীগের নির্বাচনে সভাপতি পদ প্রার্থীর প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি শাফিউর রহমান শফি। রংপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম। রংপুর জেলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য আবুল কাশেম। রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউজ্জামান বাবু, শামীম তালুকদার সভাপতি পদে অংশগ্রহন করবেন। সাধারণ সম্পাদক পদ প্রার্থীর প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন সাবেক

ছাত্রলীগ নেতা ও বর্তমান রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষান কান্তি মন্ডল। রংপুর মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক রেজউল ইসলাম মিলন । রংপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা এম এ মজিদ । সাবেক ছাত্রনেতা ও রংপুর মহানগর আওয়ামীগের সাংগঠনিক সম্পদক জাহাঙ্গীর আলম তোতা । সাবেক ছাত্রনেতা এডভোকেট দিলশাদ ইসলাম মুকুল সহ অনেকেই সাধারণ সম্পাদক পদে আংশ গ্রহন করবেন বলে জানা গেছে। রংপুর মহানগর আওয়ামীলীগের সম্মেলন বিষয়ে ২০নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বলেন, আমার পিতা বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের বঙ্গবন্ধুর সাথে থেকে রাজনীতি করেছেন। আমার ছোট ভাই ছাএনেতা শহীদ হোসেন শামীম দলের জন্য প্রাণ দিয়েছেন। যদি ২৬ শে নভেম্বর কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়, সেখেত্রে জননেত্রী প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন মুক্তিযোদ্ধার সন্তানদের নেতৃত্ব দিয়ে দেশের উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন। রংপুর মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক রেজউল ইসলাম মিলন জানান, সুবিধাভোগী নেতাকর্মীদের নেতৃত্বে নিয়ে আসলে তারা দলীয় সিন্ডিকেট গড়ে তুলে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করবে। সঠিক ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করে বঙ্গবন্ধুর আর্দশ ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে দেশের উন্নয়নের সার্থে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। সভাপতি প্রার্থী আবেুল কাশেম বলেন ছাত্র রাজনীতি থেকে আজ পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে জেলা দলে দায়িত্ব পালন কওে যাচ্ছি । আগামিতে মহানগরের দায়িত্ব

পেলে জননেত্রীকে রংপুর সিটি মেয়র পদটি উপহার দিতে পারবো । রংপুর মহানগর আওয়ামীলীগের বর্তমান সভাপতি শাফিউর রহমান শফি বলেন বিগত দিনে যেভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করেছি তা সবারই জানা । পুরো সিটি এলাকায় দলীয় শৃংখলা বজায় রেখে প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করেছি । এখন ভোটার যারা কাউন্সিলর তারা চায় আবারো সভাপতি নির্বাচিত হবো । একই কথা সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডলের । তবে সিংহ ভাগ কাউন্সিলর এই প্রতিনিধিকে বলেছেন আগের কমিটি বহাল থাকলেই ভালো । বিশেষকরে সভাপতি এবং সম্পাদক পদটি । তারা বিগত দিলের দলের জন্য যথেষ্ট করেছেন । তাদের নেতৃত্বে আমরা রাজপথে দেখেছি । আন্দোলন সংগ্রাম করেছি । আবার কেউ কেউ নতুন মুখ আসুক সেটাও দাবি করেছেন কাউন্সিলরদের কাছে । তবে অনেক কাউন্সিলর বলেছেন কে সভাপতি হবেন আবার কে সাধারন সম্পাদক হবেন তা নির্ভর করছে দলীয় হাই কমান্ডের উপর । কারন তার কাছে সবার দলীয কর্মকান্ডের চিত্র রয়েছে । এখন রংপুর মহানগর বাসি তাকিয়ে আছেন কাদের নেতৃত্বে মহানগর আওয়ামীলীগের কর্মকান্ড পরিচালিত হবে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments