শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় প্রধান শিক্ষকের বেত্রাঘাতে দুই স্কুল ছাত্র গুরুতর আহত

চান্দিনায় প্রধান শিক্ষকের বেত্রাঘাতে দুই স্কুল ছাত্র গুরুতর আহত

ওসমান গনি: কুমিল্লার চান্দিনা উপজেলার রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের বেত্রাঘাতে রাকিবুল ইসলাম (১৫) ও সৌরভ চন্দ্র সরকার (১৫) নামের দশম শ্রেণির দুইজন ছাত্র গুরুতর আহত হয়। পরে অভিভাবকরা খবর পেয়ে অমানবিক নির্যাতনের শিকার দুই স্কুল ছাত্রকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মাথায় ও ঘাড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত সৌরভ চন্দ্র সরকারকে কুমিল্লায় রেফার

করেন কর্তৃব্যরত ডাক্তার সাজ্জাদ হোসেন। সোমবার (২৫ নভেম্বর) সকালে রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির দ্বিতীয় ঘন্টা চলাকালীন ওই ঘটনা ঘটে। আহত রাকিবুল ইসলাম জানান, বিদ্যালয়ে দ্বিতীয় ঘন্টায় ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাস পরীক্ষা নেন নজরুল স্যার। এসময় খাতায় ঠিকভাবে উত্তর লিখতে না পারায় আমাদের উপর ক্ষিপ্ত হয়ে অমানবিক নির্যাতন শুরু করেন তিনি। তিনি আমাদেরকেসহ ১০-১২ জন ছাত্র-ছাত্রীকে বেধরক মারধর করেন। আহত রাকিবুল ইসলাম জিরুআইশ গ্রামের আইয়ুব আলীর ছেলে ও রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র । অপর শিক্ষার্থী সৌরভ চন্দ্র সরকার বামনিখোলা গ্রামের রতন চন্দ্র সরকারের ছেলে ও ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। এব্যাপরে জানতে রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেন নি। এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. আবুল ফয়সল জানান, ‘খবর পেয়ে আমি একজন অফিসারকে চান্দিনা হাসপাতালে পাঠিয়েছিলাম। আহত ছাত্রদের সাথে পুলিশ কথা বলেছে। তবে কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।’ এব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ¯েœহাশীষ দাশ বলেন, ‘বিষয়টি শুনেছি। তাৎক্ষণিকভাবে আহত ছাত্রদের চিকিৎসার পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছি। ছাত্র-ছাত্রীদের ফিজিক্যাল টর্চার করার নিয়ম নেই। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments