শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে শ্বাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূসহ ৪ জনের ফাঁসি

লক্ষ্মীপুরে শ্বাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূসহ ৪ জনের ফাঁসি

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরে শ্বাশুড়ি জাকেরা বেগমকে শ্বাসরোধে হত্যার দায়ে পুত্রবধূ শারমিন আক্তারসহ চারজনকে ফাঁসির আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একই সাথে প্রত্যেক আসামীকে দশ হাজার টাকা করে অর্থদন্ডও দেয়া হয়। (আজ) মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শাহেনূর এ রায় দেন। এদিকে রায় ঘোষণার সময় দন্ডিত আসামীরা কেউই আদালতে উপস্থিত ছিলেন না। দন্ডপ্রাপ্তরা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার কালিবৃত্তি গ্রামের আবুল কালামের ছেলে জামাল (২৮), একই গ্রামের নাজিম (৩০), আন্দার মানিক গ্রামের হোসেনের ছেলে জসিম (২৫) ও ধর্মপুর গ্রামের আব্দুল বাসারের স্ত্রী শারমিন আক্তার (২৫)। মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৪ জুলাই রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে আবুল বাসারের স্ত্রী শারমিন আক্তার পরকিয়া প্রেমিক জামালের সাথে অশালীন কাজে লিপ্ত থাকাবস্থায় শ্বাশুড়ী জাকেরা বেগম দেখে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে পুত্রবধূসহ ওই চারজন মিলে জাকেরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতি বলে প্রচার করে। এঘটনার পরদিন লক্ষ্মীপুর সদর থানায় নিহতের দেবর খুরশীদ আলম (৫২) বাদী হয়ে চারজরনকে আসামীকে হত্যা মামলা দায়ের করে। বাদী পক্ষের আইনজীবি পিপি এ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, পরকিয়ার জেরে শ্বাশুড়িকে শ্বাসরোধে হত্যার দায়ে পুত্রবধূসহ চারজনকে ফাঁসির আদেশ দেন আদালত। এমামলায় পাঁচজন স্বাক্ষীর সাক্ষ্য শেষে আদালত (আজ) মঙ্গলবার এ রায় দেন। প্রসঙ্গত, লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে আবুল বাসারের স্ত্রী শারমিন আক্তার পরকিয়া প্রেমিক জামালের সাথে পরকিয়ায় লিপ্ত ছিল। শারমিন আক্তারের শ্বাশুড়ী জাকেরা বেগম ঘটনার দিন তা দেখে ফেলায় পুত্রবধূসহ চারজনে মিলে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments