প্রদীপ অধিকারী: জয়পুরহাটের পাঁচবিবিতে জুয়া খেলার সময় ৯ জুয়ারুকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের মালিদাহ গ্রাম থেকে তাদের করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার মালিদাহ গ্রামের বেলালের ছেলে রশিদুল একই গ্রামের মৃত জসিম উদ্দীনের ছেলে আহাদ, আঃ করিমের ছেলে কামরুজ্জামান, আফাজ উদ্দীনের ছেলে গোলাম রাব্বানী, মৃত শরিফ উদ্দীনের ছেলে ওয়ারেছ, মৃত আফাজের ছেলে মাহাবুব আলম ও মৃত ছানোয়ার হোসেনের ছেলে শফিকুল ইসলামসহ পৌর শহরের দমদমা এলাকার ২ জন। থানা সূত্রে জানাযায়, গত রাত ২ টার দিকে উপজেলার মালিদাহ গ্রামের রশিদুলের বাড়িতে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে থানার তদদন্ত ওসি রাইসুল ও এস,আই,রেজাউলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরে মঙ্গলবার বেলা ১১ টায় আটক হওয়া ৯ জুয়ারিকে আদালতে সোপর্দ করেন।