মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeসারাবাংলারংপুর জেলা ও মহানগর আ.লীগের কমিটি ঘোষণা: আগের সভাপতি সম্পাদক বহাল

রংপুর জেলা ও মহানগর আ.লীগের কমিটি ঘোষণা: আগের সভাপতি সম্পাদক বহাল

জয়নাল আবেদীন: মমতাজ উদ্দিন আহমেদকে সভাপতি এবং এডভোকেট মোঃ রেজাউল করিম রাজুকে সাধারণ সম্পাদক করে রংপুর জেলা আওয়ামী লীগ এবং সাফিয়ার রহমান সফিকে সভাপতি ও তুষার কান্তি মন্ডলকে সাধারন সম্পাদক করে রংপুর মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী তিন বছরের জন্য তারা নির্বাচিত হলেন। এক যুগ পর মঙ্গলবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে সন্ধ্যায় জেলা ও মহানগর কমিটির পৃথক কাউন্সিল অধিবেশন অনুষ্টিত হয় রংপুর টাউন হলে। উভয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অন্তত এক ডজন প্রার্থী থাকায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভোটের আহ্বান করেন । এসময় কাউন্সিলররা সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে জেলা কমিটির এক নম্বর সদস্য করার দাবি জানান। পাশাপাশি জেলা ও মহানগর কমিটির নতুন নেতৃত্ব নির্বাচনের ভার ছেড়ে দেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। আধঘন্টার বিরতি দিয়ে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments