মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeশিক্ষাইবিতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

ইবিতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

মুখলেসুর রাহমান সুইট: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬নভেম্বর মঙ্গলবার কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এস এম তানভির আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা ও ছাত্র উপদেষ্টা ও প্রক্টর(ভারপ্রাপ্ত) অধ্যাপক পরেশ চন্দ্র বর্মণ প্রমূখ।
উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ‘বর্তমানে ইসলামকে সন্ত্রাস-জঙ্গীবাদের নামে চালানো হচ্ছে। ইসলাম এসব কর্মকান্ডকে কখনও সমর্থন করে না। বাংলাদেশকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস-জঙ্গিবাদের মত কর্মকান্ড ও চিন্তাধারাকে কোনভাবেই আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments