সুজন মহিনুল: সড়ক দুর্ঘটনায় কামরুন্নাহার (৪০) নামের এক অটোযাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার(২৬ নভেম্বর)দুপুরে নীলফামারীর কিশোরীগঞ্জ-জলঢাকা সড়কে এ ঘটনা ঘটে। নিহত নারী গঙ্গাচড়া রংপুরের গঙ্গাচড়া উপজেলার খলেয়া গঞ্জীপুর গ্রামের লিয়াকত আলীর স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী জানায়, আটোটি জলঢাকা যাচ্ছিলনা। কিশোরীগঞ্জ উপজেলার বড়ভিটা আবদরিয়া নামক স্থান পার হবার সময় কাঁচা রাস্তা থেকে গোবর সার বহনকারী একটি ব্যাটারীচালিত ভ্যান পাকা রাস্তায় হঠাৎ উঠে এলে অটোর সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোতে থাকা ওই নারী সড়কের উপর ছিটকে পড়ে গুরুত্ব আহত হয়। খবর পেয়ে জলঢাকা উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল এসে আহত কামরুন্নাহারকে উদ্ধার করে জলঢাকা হাসপাতালে নিলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।