মহিনুল সুজন: নীলফামারীর ডিমলা উপজেলার তিনটি ইউনিয়নের ভালরানেবল গ্রুপ ডেভেলপমেন্ট ভিজিডি বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৬নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা হলরুমে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সিপিডি ও অক্সফাম ইন বাংলাদেশের যৌথ তত্ত্বাবধানে বাস্তবায়ন সহযোগী পল্লীশ্রী’র আয়োজনে “গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহন প্রকল্প”কমিউনিটি পর্যায়ে সরকারি পরিসেবার কার্যকারিতায় উপজেলার খগাখড়িবাড়ি টেপাখড়িবাড়ি,পুর্বছাতনাই সহ তিনটি ইউনিয়নের ভিজিডি তালিকা প্রণয়ন বিষয়ক এই গণশুনানী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম লিথনের সভাপতিত্বে এতে বিভিন্ন বিষয়ে উম্মুক্ত বক্তব্য দেন,সহকারী কমিশনার(ভুমি)নুর ই আলম সিদ্দিকী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায় নিরু, নারী ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, বিআরডিবি কর্মকর্তা রাজিউর রহমান রাজু, অক্সফাম ইন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার জেসিকা মারিয়া গোমেজ,ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান,টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ময়নুল হক,পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণ,সাংবাদিক নুর আলম,ইউনুস আলী মোল্লা,মহিনুল ইসলাম সুজন প্রমুখ। এ ছাড়াও শুনানীতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি,শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি,এনজিও প্রতিনিধি,সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ,জনস্বাস্থ্য কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়,জনতা কলেজের প্রভাষক অমিয় ব্যানার্জি,কাজল রহমান,প্রতীক প্রকল্পের প্রজেক্ট অফিসার এম এ মকিম চৌধুরী,ফিল্ড ফ্যাসিলিটেটর গোলাম মস্তফা,গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহন প্রকল্পের ভলান্টিয়ার সামসুদ্দিন,দোহেল সংগঠনের সভাপতি ফরিদা পারভিন,উপজেলা যুব নেটওয়ার্কের সভাপ্রধান শিউলী আক্তার শাপলা সহ ওই তিন ইউনিয়নের ইউপি সদস্য,ইউনিয়ন সচিব ও ৫৪জন সিবিও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণশুনানীতে উপজেলার টেপাখড়িবাড়ি,খগাখড়িবাড়ি ও পুর্বছাতনাই সহ তিনটি ইউনিয়নের ভিজিডি’র তালিকা প্রণয়ণ বিষয়ে ২৫জন সিবিও দলনেতা সরেজমিন কিছু অনিয়মের তথ্য সংগ্রহ করার পর আজ সেসব অনিয়মের তথ্য উপস্থাপন করেন তারা।শুনানী শেষে খগাখড়িবাড়ি ও টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান নিজেদের মানবিকতা নিয়ে কাজ করতে গিয়ে সামান্য ভুলক্রটির কথা মেনে নিয়ে উপস্থিত অনেকের প্রশ্নের উত্তর দিলেও পুর্বছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান শুনানীতে অংশ গ্রহন করেননি।