মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে নিখোঁজের ১৩ ঘন্টা পর ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে নিখোঁজের ১৩ ঘন্টা পর ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজের ১৩ ঘন্টা পর সোহাগ মুছুল্লী (২৮) নামের এক কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। (আজ) বুধবার সকালে জিয়া শপিং কমপ্লেক্সের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। এসময় লাশের পাশ থেকে “আমার মৃত্যু জন্য কেউ দায়ী নয়ে” এমন একটি চিরকুট উদ্ধার করা হয়। নিহত সোহাগ মুছুল্লী উপজেলার পৌর জগৎপুর গ্রামের আবদুর রব মুছুল্লীর ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম বইছে। দোকান কর্মচারী আকরাম হোসেন জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে দোকান খুলে ভিতরে ঢুকতে গিয়ে দেখে দোকান মালিক সোহাগ মুছুল্লী দোকানের ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছে। এসময় তিনি চিৎকার দিলে আশপাশের ব্যবসায়ীরা ছুটে এসে থানা পুলিশকে খবর দেয়। নিহতের ছোট ভাই সোহেল মুছুল্লী জানান, তার বড় ভাই সোহাগ মুছুল্লী গত ৫ মাস আগে বিয়ে করেন। মঙ্গলবার রাতে বাড়ী থেকে স্থানীয় একটি মাজার শরীফের ওরশে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হন তিনি। আজ সকালে জিয়া শপিং কমপ্লেক্সের অন্য ব্যবসায়ীরা তাকে ফোন করে তার ভাইয়ের মৃত্যুর খবর জানান। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদনের পর জানা যাবে। তবে লাশের পাশ থেকে “আমার মৃত্যু জন্য কেউ দায়ী নয়ে”এমন একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments